Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৩, ১৫ আগস্ট ২০২২
আপডেট: ১৮:৫৯, ১৫ আগস্ট ২০২২

চকবাজারে পলিথিন কারখানায় লাগা আগুনে ৬ জনের মৃত্যু

রাজধানীর চকবাজারের দেবীদাস লেন এলাকায় পলিথিন কারখানা ও গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১০টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে এই পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। তিনি বলেন, দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি। তবে ওই এলাকায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

এদিকে ওই কারখানার পাশে ঘরবাড়ি থাকায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করেছে বলে জানা গেছে। রাজধানীর চকবাজারের দেবীদাস লেন এলাকায় প্লাস্টিক কারখানা ও গোডাউনে আগুন লাগা ভবনের দোতলায় দোতলায় ৬ জনের মরদেহ পাওয়া গেছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।। পুরো বিল্ডিংয়ে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা ।

নিহত ছয়জনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মো. শরিফ (১৫), মো. বিল্লাল (৩৫), মো. স্বপন (২২), মো. ওসমান (২৫)। অপর দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

একজন প্রত্যক্ষদর্শী জানান, আমরা দোতলায় ৪ জনের মরদেহ দেখেছি। আরও মরদেহ পাওয়া যেতে পারে। এর আগে, ফায়ার সার্ভসের কর্মীরা জানিয়েছিলেন, আগুনের সূত্রপাত যেখান থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেই বরিশাল হোটেলের পাঁচ কর্মী ভেতরে ছিলেন। তাদের মধ্যে থেকে কজন বের হতে পেরেছেন তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি।

সোমবার (১৫ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে আব্দুল্লাহ নামে এক ব্যক্তি দাবি করেন, তার ভাই বিল্লাল দোতলায় ঘুমাতেন। তিনি আগুনে আটকা পড়েছেন।

পরে গলির ভেতরের সিঁড়ি দিয়ে দোতলায় উঁকি গিয়ে দেখা যায়, পুড়ে যাওয়া বরিশাল হোটেলের ঠিক ওপরের রুমটিও পুড়ে গেছে। রুমের এক কোনায় কেউ বসে থাকা অবস্থায় পুড়ে গেছেন।

ফায়ার সার্ভিসের এক কর্মী মই দিয়ে উপরে উঠে দোতলার জানালা দিয়ে উঁকি দিয়ে চারটি মরদেহ দেখা গেছে বলে নিশ্চিত করেন।

আইনিউজ/এসকেএস

 আইনিউজের ভিডিও গ্যালারি

শেখ রাসেলকে নিয়ে লেখা কবিতা- `বিশ্বমানব হতেই তবে` ।। তাওফিকা মুজাহিদ ।। আবৃত্তি ।। EYE NEWS

নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?

ইসলাম ও কুরআনের আলোকে মাতৃভাষা বাংলার গুরুত্ব

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়