Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৫৫, ৩ মার্চ ২০২৪

চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে জায়েদ খানের সদস্যপদ বাতিল

চলচ্চিত্র শিল্পী সমিতি`র সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান।

চলচ্চিত্র শিল্পী সমিতি`র সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান।

বাংলাদেশের সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর এবং চলচ্চিত্র শিল্পী সমিতি'র সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ বাতিল করা হয়েছে।

শনিবার (০২ মার্চ) চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজনে দ্বি-সাধারণ সভায় বর্তমান কমিটি এই সিদ্ধান্ত নেয়।

সদস্যপদ বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিষদ নেতা খোরশেদ আলম খসরু। শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে প্রধান নির্বচন কমিশনারের দায়িত্ব পালন করবেন তিনি।

খসরু বলেন, ‘আজকের বনভোজনের শুরুতে শিল্পী সমিতির দ্বি-সাধারণ সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদনের ৯ নম্বর বার্তায় জায়েদ খানের সদস্যপদ বাতিলের ঘোষণা দেয়া হয়েছে।’

ঘোষণাপত্রে জানানো হয়, কোনো সাংগঠনিক দুর্বলতা না পেয়ে জায়েদ ব্যক্তিগত আক্রোশে ধারাবাহিকভাবে চলচ্চিত্র শিল্পী সমিতিসহ সাধারণ সম্পাদকের নামে মিথ্যা, মনগড়া, কুরুচিপূর্ণ কল্পকাহিনী সাংবাদিক সম্মেলন, ইউটিউব, ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় গত বছরের ২ এপ্রিলে সভায় সর্বসম্মতিক্রমে জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে।

কারণ হিসেবে বর্তমানে সংগঠনের সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ আক্তারও একই কথা বলেন।

এদিকে তিনবারের নির্বাচিত সাধারণ সম্পাদক হয়েও শনিবারের বনভোজনে দাওয়াত না পাওয়ায় অবাক হওয়ার কথা জানান জায়েদ খান।

তিনি বলেন, ‘আমি তিন তিনবার নির্বাচিত সাধারণ সম্পাদক। অথচ শিল্পী সমিতির পিকনিকে আমাকে কোনো কার্ড পাঠানো হয়নি। এমন কি কেউ ফোন দিয়েও পিকনিকের বিষয়ে আমাকে বলেননি। বিষয়টিতে সংকীর্ণ মানসিকতার পরিচয় দিয়েছে বর্তমান কমিটি।’

জায়েদ আরও বলেন, ‘যদিও এই কমিটি গত দুই বছর ধরে কোনো কাজ করেনি। একটা পিকনিক আয়োজন করেছে, সেখানে অন্তত আমাকে কার্ড পাঠাতে পারত; সেটাও করেনি তারা। এটাকে তাদের ব্যর্থতা বলব আমি।’

আই নিউজ/এইচএ 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়