রুপম আচার্য্য, শ্রীমঙ্গল
শ্রীমঙ্গলে চলছে সরস্বতী প্রতিমা তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি
আগামী ১ ফাল্গুন শুক্লাপক্ষের বসন্ত পঞ্চমী তিথিতে পালিত হবে সরস্বতী পূজা। ছবি- আই নিউজ
বাগদেবীর আরাধনায় আর মাত্র কয়েকটা দিন বাকি। যাকে সবাই স্বরস্বতীর দেবী নামেও ভজনা করেন। এবছর ১৪ ফেব্রুয়ারি পালিত হবে সরস্বতী পূজা। এ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শেষ মুহূর্তে চলছে সরস্বতী প্রতিমা তৈরির কাজ। মাটির কাজ শেষ করে প্রতিমার গায়ে রংতুলির আঁচড় দিচ্ছেন শিল্পীরা।
উপজেলার একাধিক স্থায়ী ও অস্থায়ী মৃৎশিল্পালয়ে তৈরি করা হয়েছে ছোট-বড় মিলিয়ে প্রায় নয় শতাধিক সরস্বতী প্রতিমা। আগামী (১৪ ফেব্রুয়ারি) ১ ফাল্গুন শুক্লাপক্ষের বসন্ত পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হবে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার দেবী সরস্বতী পূজা।
সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা বিদ্যা দেবীর আশীর্বাদ লাভের আশায় সরস্বতী পূজা করে থাকেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়ি, মন্দিরে অনুষ্ঠিত হবে এই পূজা। এই দিনে ভক্তিভরে বাগদেবীর কাছে প্রার্থনা করেন ভক্তরা, যাতে সারাবছর পড়াশোনায় মন বসে। কারণ, হিন্দু ধর্মে বিশ্বাস অনুসারে, সরস্বতী জ্ঞানের দেবী। শ্বেতশুভ্র সাজে বীণা হাতে ভক্তদের কাছে আসেন মা সরস্বতী।
উপজেলার বেশ কয়েকটি মৃৎশিল্পালয়ে ঘুরে দেখা গেছে, সরস্বতী প্রতিমা তৈরিতে ব্যস্থ সময় পাড় করছেন প্রতিমা শিল্পীরা। পুরোদমে প্রতিমার রঙ তুলির কাজ চলছে। আবার কেউ কেউ এখনও মাটির কাজ শেষ করতে ব্যস্থ রয়েছেন। এক কথায় বলা যায়, দম ফেলারও ফুরসৎ নেই এখন প্রতিমা শিল্পীদের। ছোট-বড় বিভিন্ন ডিজাইনের সব ধরনের প্রতিমার অর্ডার হচ্ছে। যদিও গতবারের তুলনায় এবছর বিক্রি অনেকটাই ভালো।
এবছর ৮০০ টাকা থেকে শুরু করে ২৫০০ টাকায় মাঝারি আকারের প্রতিমা, ও বড় আকারের প্রতিমাগুলো ৫০০০ থেকে ১৭০০০ টাকা মূল্যে বিক্রি হচ্ছে। গত বছরের প্রতিমা এ বছর শেষবেলায় এসে ভালোই প্রতিমা বিক্রি হবে বলে ধারণা করছেন মৃৎশিল্পীরা।
প্রতিমা কারিগর চয়ন সরকার বলেন, ‘এবছর জিনিসের অনেক দাম, সে তুলনায় মুর্তির দাম অনেক কম। ছোট মুর্তি ৮০০ থেকে ২০০০ টাকা এবং বড় মুর্তি ৭০০০ থেকে ১০০০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজার মোটামুটি ভালো রয়েছে। জিনিসপত্রের দাম হওয়াতে ব্যবসা একটু মন্দা যাচ্ছে। এবছর ১০০ মুর্তি তৈরি করেছি, তারমধ্যে ৭০ টির মতো বিক্রি হয়ে গেছে। কাজ ভালো হওয়াতে, ডিজাইন অনুযায়ী পছন্দসই মুর্তি সবাই কিনে নিচ্ছেন। তাছাড়া কাস্টমারদের চাহিদা অনুযায়ীও কোয়ালিটি সম্পূর্ণ মুর্তি তৈরি করে দেওয়া হচ্ছে।’
শহরের বারিধারা এলাকার প্রতিমাশিল্পী পুরোহিত ঝুমন আচার্য্য বলেন, ‘বাঁশ কাঁদা মাটি দিয়ে দেবী সরস্বতী তৈরি করছি। আর কদিন পরই তো পূজা। দিন-রাত এক করে প্রতিমা তৈরিতে সময় পার হচ্ছে। শিক্ষার্থীরা নিয়মিতই আসছেন তাদের অর্ডারকৃত প্রতিমা দেখতে, অর্ডার দিতে। তাই সবসময়ই কাজে লেগে থাকতে হচ্ছে। বিশেষ করে যারা শুদ্ধ মুর্তি পূজা করেন তাড়াই শুধু আমাদের থেকে প্রতিমা নেন। আমরা ব্রাহ্মণরা শাস্ত্র মতে পঞ্জিকা অনুসারে দেবীগঠন অনুযায়ী মন্ত্রের দ্বারা দেবীগঠন দিয়ে থাকি, পূনরায় প্রতিমা নেওয়ার সময় শুদ্ধ হয়ে মন্ত্রের দ্বারা চক্ষুদান করে থাকি। তাই আমাদের থেকে অনেকে প্রতিমা নিয়ে থাকেন।’
উপজেলার সবচেয়ে বেশী প্রতিমা নির্মিত হয় শাপলাবাগ আবাসিক এলাকায়। এই এলাকা ঘুরে দেখা যায়, মৃৎশিল্পীরা তৈরি করছে ছোট-বড় বিভিন্ন আকারের প্রতিমা। খড় ও মাটি দিয়ে তৈরি প্রতিমার গায়ে দেয়া হচ্ছে মাটির প্রলেপ। চলছে রোদে শুকিয়ে রঙ, শাড়ি ও অলঙ্কার পরানোর কাজ। মৃৎশিল্পী শ্যামল পাল বলেন, ‘শ্রীমঙ্গল কারখানা অনেকটা বেড়েছে, যার কারণে মুর্তির অর্ডার অনেকটা কম পেয়েছি। গত বছর দেড়শো মুর্তি (তৈরি) বানাইছি, এবছর ৭০টি মুর্তি (তৈরি) বানাইছি। ঠান্ডার কারণে কাজ করতে সমস্যা হচ্ছে। দাম মোটামুটি রয়েছে, ৫০০০ হাজার, ৭০০০ হাজার, ১০ হাজার এরকম। অন্য বছরের তুলনায় এবছর দাম অনেকটা কম।’
পূজা সম্পর্কে স্থানীয় পুরোহিত শ্রী গৌরাঙ্গ আচার্য্য বলেন, ‘হিন্দু ঐতিহ্যগত পঞ্জিকা অনুসারে প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। তবে পঞ্জিকা মতে এবছর বসন্ত পঞ্চমী অর্থাৎ ফাল্গুন মাসের ১ তারিখ (১৪ ফেব্রুয়ারি) শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হবে সরস্বতী পূজা। সনাতন ধর্মে মা সরস্বতীর আরাধনার বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ তিনি জ্ঞানের দেবী এবং জ্ঞানের দেবীকে বলা হয়েছে জগতের সব কিছুর থেকে শ্রেষ্ঠ। সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা বিদ্যা দেবীর আশীর্বাদ লাভের আশায় সরস্বতী পূজা করে থাকেন।’
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’