আইনিউজ ডেস্ক
চা শ্রমিকদের আন্দোলনে উদ্দীপ্ত তারুণ্যের সংহতি
সারাদেশের চা বাগানগুলোতে মজুরি বৃদ্ধির দাবীতে চা শ্রমিকদের চলমান আন্দোলনে পূর্ণ সংহতি জানিয়ে চায়ের রাজধানী শ্রীমঙ্গলের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উদ্দীপ্ত তারুণ্য বিবৃতি দিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) উদ্দীপ্ত তারুণ্যের প্রধান সমন্বয়ক হৃদয় দাশ শুভ এবং মুখপাত্র শিমুল তরফদারের এক যৌথ বিবৃতিতে জানানো হয়- “বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। কিন্তু উন্নয়নের এই অগ্রযাত্রায় এখনো পিছিয়ে রয়েছে আমাদের চা শ্রমিক জনগোষ্ঠী। সারাদেশে শ্রমজীবী, পেশাজীবি মানুষের আয় বেড়েছে।
কিন্তু বিগত কয়েক দশকেও ন্যূনতম কোনো মজুরি বৃদ্ধি হয়নি চা শ্রমিকদের। দৈনিক ১২০ টাকা মজুরিতে অমানুষিক পরিশ্রম করতে হয় চা শ্রমিকদের।
বিশ্ববাজার এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে এই জীবনযাপনকে মানবেতর বলা চলে। চা শ্রমিক ইউনিয়ন এর দীর্ঘদিনের দাবীদাওয়া ও ১৯ মাস আলোচনার পর মালিকপক্ষ মাত্র ১৪ টাকা মজুরি বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন। গতকাল পর্যন্ত চা শ্রমিকদের সাথে শ্রম অধিদপ্তর এবং মালিকপক্ষের দুই দফা আলোচনার পরও কোনো সমাধান আসেনি।
বাগান মালিকেরা মজুরি বৃদ্ধি করতে নারাজ। বৃটিশ আমল থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সকল স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে চা শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু রাষ্ট্রের নাগরিক হিসেবে তারা কখনোই তাদের প্রাপ্য অধিকার পাননি। এমতাবস্থায় চা অধ্যুষিত শ্রীমঙ্গলের তরুণদের সামাজিক সংগঠন হিসেবে উদ্দীপ্ত তারুণ্য চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির এই ন্যায়সংগত দাবীর পক্ষে দাঁড়ানোর সামাজিক দায় অনুভব করছে এবং চলমান এই আন্দোলনে পূর্ণ সংহতি প্রকাশ করছে।”
জানা গেছে, গত ১৩ই আগস্ট থেকে দৈনিক ন্যূনতম মজুরি ৩০০ টাকা নির্ধারণ করার দাবীতে নিয়মিত আন্দোলন করছেন তাঁরা। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জসহ সারাদেশের প্রায় ১৬৭ টি চা বাগানে একযোগে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন চা শ্রমিকেরা। বাগানগুলোতে যা উৎপাদন হয়েছিল সেগুলোও নষ্ট হয়ে যাচ্ছে।
- প্রেস বিজ্ঞপ্তি
আইনিউজ/এসকেএস
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
নৌযান বানিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন ছোট কিশোর হাকিমুল || Eye News || Moulvibazar || Bout
৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন | Tea Stall | Old Woman | Moulvibazar | Eye News
সিরিজ বোমা হামলা দিবসে মৌলভীবাজারে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল || Eye News || Awami League || Moulvibazar
মৌলভীবাজারে জাতির পিতার পদচিহ্ন নিয়ে ‘খুঁজে ফিরি পিতার পদচিহ্ন’
শেখ রাসেলকে নিয়ে লেখা কবিতা- `বিশ্বমানব হতেই তবে` ।। তাওফিকা মুজাহিদ ।। আবৃত্তি ।। EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’