মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২২:২১, ২৯ আগস্ট ২০২২
‘ছাত্রলীগ কর্মীদের বই ও কলাম পড়তে উৎসাহিত করেছি’
বঙ্গবন্ধু ছাত্র পরিষদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে পৌরসভার হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেল।
এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ তপু, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মামুন মোহাম্মদ, জেলা ছাত্রলীগ নেতা মো. আলামিন আহমেদ, রাজনগর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান খান অপু ও জেলা ছাত্রলীগ নেতা আলফায়েদ রাফি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান রাজিব।
সঞ্চালনা করেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ মৌলভীবাজার জেলা শাখা সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানভীর চৌধুরীর রবিন। এতে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেল বলেন- বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের মানবিকবোধ সম্পন্ন অসাম্প্রদায়িক চেতনার মানুষ হতে হবে। অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আবার অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।
রুহুল আমিন রুহেল বলেন- ‘আমি যখন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম- একদিকে রাজপথে ছাত্রদের অধিকার নিয়ে কাজ করেছি। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে মাঠে সক্রিয় ছিলাম। রাজপথে জামাত-বিএনপি-শিবিরের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। অন্যদিকে ছাত্রলীগের নেতাকর্মীদের মানবিক ও আদর্শিক মানুষ হিসেবে গড়ে তুলতে চেষ্টা করেছি। কর্মীদের পত্রিকার কলাম ও বিখ্যাত ব্যক্তিদের জীবনী ও বই পড়তে নির্দেশনা দিয়েছি, উৎসাহিত করেছি। আমি বর্তমান তরুণ প্রজন্মকে বেশি করে বই পড়তে এবং জ্ঞান অর্জন করতে বলবো। বিশেষ করে ‘বঙ্গবন্ধুর অসামপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ এবং ‘আমার দেখা নয়া চীন’ পড়তে হবে।
অনুষ্ঠানে বক্তারা- স্বপরিবারে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার বিচার দ্রুত কার্যকর করারা আহবান জানান। বক্তারা বলেন- সংগঠনকে গতিশীল করতে সংগঠনের আদর্শ, নিয়মনীতি মেনে চলতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি রুহুল আমিন রুহেলকে সম্মাননা স্মারক তুলে দেন বঙ্গবন্ধু ছাত্রপরিষদ নেতৃবৃন্দ।
আইনিউজ/এইচকে/এসকেএস
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’