রাকিবুল ইসলাম রিয়াদ, জবি প্রতিনিধি
আপডেট: ১৭:৫০, ২০ সেপ্টেম্বর ২০২২
জবির প্রথম ফটকের সামনের রাস্তাটি যেন মরণফাঁদ!
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মূল ফটকের সামনের রাস্তা শিক্ষার্থীদের জন্য ভয়াবহ ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কোন বিকল্প রাস্তা অথবা ফুটওভার ব্রিজ না থাকায় মৃত্যু ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয় শিক্ষার্থীদের।
প্রায়ই রাস্তা পার হতে গিয়ে নানা দুর্ঘটনার শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। সরজমিনে দেখা যায়, প্রধান ফটকের সামনে চারটি রাস্তা মিলিত হয়ে চৌরাস্তার রূপ নিয়েছে। গুলিস্তান যাওয়ার জন্য টমটম অথবা লেগুনা জবির গেটের সামনের রাস্তা দিয়ে যাতায়াত করে। যাত্রাবাড়ী এবং ডেমরা যাওয়ার জন্য বাহাদুর শাহ পরিবহন এই রাস্তা দিয়ে যাতায়াত করে।
নদীপথে চলাচলকারী মানুষদের (সদরঘাট) এবং পোস্তগোলা যাওয়ার জন্যও এই রাস্তা ব্যবহৃত হয়। লক্ষ্মীবাজার হতে একটি রাস্তা এসে জবির সামনে মিলিত হয়েছে।
গুরুত্বপূর্ণ এই সড়কটিতে দিনের সিংহভাগ সময়ই থাকে যানজট। তাছাড়াও যানজটের অন্যতম কারণগুলা হলো, পাঠাও-এর বাইকগুলা ও রিকশাগুলো গেটের ডান পাশে অবস্থান করে। বিভিন্ন ধরনের টং দোকান (লেবুপানি, দইচিড়া, কাবাব) রাস্তার দুইপাশ দখল করে রেখেছে।
অন্যদিকে নিরাপত্তা কর্মীর সংকট দেখিয়ে তৃতীয় ফটকটি বহু দিন ধরেই বন্ধ রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বেশিরভাগ সময় প্রধান ফটক দিয়েই ক্যাম্পাসে ঢুকছে শিক্ষার্থীরা। কিন্তু প্রধান ফটকের সামনে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারের সময় প্রায়ই দূর্ঘটনার শিকার হচ্ছে শিক্ষার্থীরা।
এছাড়াও দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ফটকের সামনে বিভিন্ন রুটের বাস অবৈধ ভাবে রেখে যাত্রী উঠানো হচ্ছে ফলে শিক্ষার্থীদের স্বাভাবিক চলাফেরায় অসুবিধার সম্মুখীন হতে হয়। এখানে প্রতিনিয়ত সদরঘাট থেকে ঢাকার বিভিন্ন জায়গায় যাত্রী বহনকারী বিহঙ্গ, সাভার পরিবহন, আজমেরী গ্লোরী, ভিক্টোর ক্লাসিক, তানজিল সহ অনেক যানবাহন দিয়ে তৃতীয় ফটকের সামনে দখল করে রাখতে।
এ নিয়ে এক শিক্ষার্থী জানান,'মেইন গেটের সামনে গোল চত্বর পাড় হওয়া অনেক ঝুঁকিপূর্ণ। দুপাশ থেকে গাড়ি আসা শুরু করে। তৃতীয় গেইটের সামনে বাস এমন ভাবে দাঁড়ানো থাকে গেট ওই খুঁজে পাওয়া যায় না।সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, 'ক্যাম্পাসের সামনের রাস্তাটি খুবই ভয়ঙ্কর। রিকশা, মোটরবাইক ও লেগুনা এখানে বেপরোয়া। গেটের সামনে আসলে যেন তাদের গতি বেড়ে যায়। রাস্তা পারাপারের সময় খুব ভয় লাগে।'
অবৈধ বাসস্ট্যান্ড নিয়ে জানতে চাইলে জবি প্রক্টর জানান, 'আমরা এর আগেও অভিযান চালিয়েছি। বাসস্ট্যান্ড উচ্ছেদে আবারো অভিযান চালাবো।'
উল্লেখ্য, মাসে পর মাস চলে গেলেও কার্যকারী কোন পদক্ষেপ চোখে পড়ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তথ্য আছে একটি অসাধু চক্র বাস মালিকদের থেকে চাঁদা আদায় করে তাদের এ সুযোগ করে দিচ্ছে।
আইনিউজ/এসকেএস
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
নৌযান বানিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন ছোট কিশোর হাকিমুল || Eye News || Moulvibazar || Bout
চা শ্রমিক মা কিভাবে ছেলেকে পড়ালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শুনুন সেই সংগ্রামের গল্প || Eye News
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
সিরিজ বোমা হামলা দিবসে মৌলভীবাজারে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল || Eye News || Awami League || Moulvibazar
মৌলভীবাজারে জাতির পিতার পদচিহ্ন নিয়ে ‘খুঁজে ফিরি পিতার পদচিহ্ন’
বিস্ময় ছোট বালিকা দেয়ালিকা চৌধুরী বলতে পারে ১৯৫ দেশের রাজধানীর নাম | Deyalika | Eye News
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩