Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৪, ১৭ ডিসেম্বর ২০২৩

জাতীয় পার্টি পেল ২৬টি আসন, অন্য শরিকরা ৬টি

জাতীয় পার্টিকে ২৬টি এবং শরিক দলগুলোর জন্যে ছয়টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ।

জাতীয় পার্টিকে ২৬টি এবং শরিক দলগুলোর জন্যে ছয়টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোট শরিকদের জন্য ৩২টি আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে নির্বাচনের প্রধান দল আওয়ামী লীগ। 

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে এই তথ্য জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। এর আগে তিনি ইসি সচিব মো. জাহাংগীর আলমের সঙ্গে বৈঠক করেন। 

বিপ্লব বড়ুয়া জানান, আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় পার্টিকে ২৬টি এবং শরিক দলগুলোর জন্যে ছয়টি আসন ছেড়ে দেওয়া হয়েছে। এর ফলে ১৪ দলের শরিকরা আসন্ন নির্বাচনে নৌকা মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন। 

এর আগে রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন, জাতীয় পার্টির নিজস্ব চাওয়া আছে, তাদেরকে নির্দিষ্ট সংখ্যক আসন ছেড়ে দেওয়া হচ্ছে। সেসব আসনে নৌকার প্রার্থী থাকবে না। 

নির্বাচন কমিশনে আওয়ামী লীগের দেওয়া চিঠিতে বলা হয়েছে, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ দলগত ও জোটগতভাবে অংশগ্রহণ করবে মর্মে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছিল। উক্ত চিঠিতে উল্লেখ করা হয়েছিল যে, জোটভুক্ত রাজনৈতিক দলসমূহ বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক কিংবা তাদের স্ব স্ব দলের দলীয় প্রতীক ব্যবহার করতে পারবে এবং এ বিষয়টি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখের মধ্যে চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হবে। এমতাবস্থায় নিম্নোক্ত আসনগুলোতে জোটের প্রার্থী থাকার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনীত প্রার্থীদের প্রত্যাহার করা হলো।’

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়