Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৬, ৩ সেপ্টেম্বর ২০২২

জামাতে নামাজ ঘরের ভেতর পড়ায় ২৬ জনের বিরুদ্ধে এফআইআর

- ছবি: সংগৃহীত

- ছবি: সংগৃহীত

ঘরের ভেতর ‘জামাতে নামাজ পড়ায়’ ২৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া এবং মোরাদাবাদ জেলার ছাজলেট এলাকার একটি গ্রামে প্রতিবেশীদের ইচ্ছার বিরুদ্ধে নামাজ আদায় করায় ওই ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতের উত্তরপ্রদেশে এ ঘটনা ঘটেছে। মোরাদাবাদের এসপি (গ্রামীণ) সন্দীপ কুমার মীনা বলেছেন, গত বুধবার (২৪ আগস্ট) স্থানীয় দুই গ্রামবাসীর বাড়িতে প্রায় দুই ডজন মানুষ হাজির হয়ে পূর্বানুমতি ছাড়া নামাজ আদায় করেন। এর আগে অন্য সম্প্রদায়ের প্রতিবেশীদের আপত্তির পরিপ্রেক্ষিতে এ ধরনের কর্মকাণ্ড না করার ব্যাপারে ওই বাড়ির লোকজনকে সতর্ক করা হয়েছিল।

তিনি বলেন, চন্দ্র পাল সিং নামে স্থানীয় এক ব্যক্তির অভিযোগে ১৬ জন চিহ্নিত এবং ১০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে আইপিসি ৫০৫-২ ধারায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আমরা খুঁজছি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায়, দুলহেপুর গ্রামের একটি বাড়িতে অনেক মানুষ জড়ো হয়ে নামাজ আদায় করছেন। এরপর কয়েকটি ডানপন্থী সংগঠন বিক্ষোভ জানায় এবং পুলিশি ব্যবস্থা নেয়ার দাবি জানায়।

আইনিউজ/এসকেএস

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

বাঁশে তেল-শরীরেও তেল, অদ্ভুত খেলা, কিভাবে পার হলো যুবক | Eye News

বিস্ময় ছোট বালিকা দেয়ালিকা চৌধুরী বলতে পারে ১৯৫ দেশের রাজধানীর নাম | Deyalika | Eye News

গায়ে তেল মেখে কিভাবে তৈলাক্ত কলাগাছের মাথায় উঠছে তারা | Eye News

কেমন আছে লাউয়াছড়ার বন্যপ্রাণীরা? Wildlife | Lawachora| Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়