Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:০১, ১০ আগস্ট ২০২২

জেনে নিন বিশ্বের কোন দেশে জ্বালানির দাম কত?

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক বিপর্যয়ের শঙ্কা পরিলক্ষিত। এই বিপর্যয়ে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানির দাম কমলেও বাংলাদেশসহ এশিয়ার বেশ কিছু দেশে তা বেড়েছে।

এমন পরিস্থিতিতে গত ১ আগস্ট পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী বিশ্বের প্রধান কয়েকটি দেশ এবং আমাদের প্রতিবেশী দেশগুলোতে জ্বালানির দাম প্রকাশ করা হলো—

বাংলাদেশ
শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের নতুন দর প্রকাশ করা হয়েছে। এতে ডিজেলের দাম লিটারে ৩৪ টাকা, অকটেনের দাম লিটারে ৪৬ টাকা আর পেট্রোলের দাম লিটারে ৪৪ টাকা বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে দেশে এক লিটার ডিজেল ও কেরোসিন কিনতে হবে ১১৪ টাকায়। এক লিটার অকটেন ১৩৫ টাকা, আর প্রতি লিটার পেট্রলের দাম হবে ১৩০ টাকা।

ভারত
ভারতে প্রতি লিটার পেট্রোলের দাম ১২৫ দশমিক ৬২ টাকা বা ১ দশমিক ৩২ মার্কিন ডলার। এছাড়া ডিজেল ১১২ দশমিক ৬৭ টাকা বা ১.১৮৪ ডলার এবং কেরোসিন ৭৫ দশমিক ৬৬ টাকা বা শূন্য দশমিক ৭৯৫ ডলারে বিক্রি হচ্ছে।

পাকিস্তান
পাকিস্তানে প্রতি লিটার পেট্রোল ৯১ দশমিক ৪৫ টাকা (শূন্য দশমিক ৯৬১ ডলার), ডিজেল ৯২.৭৪ টাকা (০.৯৮৫ ডলার) এবং কেরোসিন ৭৮.১৩ টাকায় (০.৮২১ ডলারে) বিক্রি হচ্ছে।

শ্রীলঙ্কা
প্রায় দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কায় পেট্রোলের দাম প্রতি লিটার ১৪৩ দশমিক ৫১ টাকা ( ১.৫০৮ মার্কিন ডলার)। এছাড়া ডিজেল ১১৪ দশমিক ২৯ টাকা (১.২০১ ডলার) এবং কেরোসিন ২৩ টাকা (০.২৪৩ ডলার)।

সিঙ্গাপুর
সিঙ্গাপুরে প্রতি লিটার পেট্রোল ১৯২ দশমিক ৯৯ টাকা (২.২০৮ মার্কিন ডলার), ডিজেল ১৯২.৪২ টাকায় (২.০২২ মার্কিন ডলার) বিক্রি হচ্ছে।

হংকং
হংকংয়ে প্রতি লিটার পেট্রোলের দাম ২৮৩.৫৯ টাকা (২.৯৮ মার্কিন ডলার) এবং ডিজেল ২৬১.৮৯ টাকা (২.৭৫২ মার্কিন ডলার)।

সৌদি আরব
বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি উৎপাদনকারী সৌদি আরবে প্রতি লিটার পেট্রোলের দাম ৫৯ টাকা (মার্কিন ডলার ০.৬২), ডিজেল ১৫.৯৯ টাকা (০.১৬৮ মার্কিন ডলার), এবং কেরোসিন ২০.৫৬ টাকা (০.২১৬ মার্কিন ডলার)।

সংযুক্ত আরব আমিরাত
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে প্রতি লিটার পেট্রোল ১০১.৫৪ টাকা (১.০৬৭ মার্কিন ডলার) এবং ডিজেল ১০৭.২৫ টাকায় (১.১২৭ মার্কিন ডলার) বিক্রি হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্র
বিশ্বের বৃহত্তম অর্থনীতির এই দেশে প্রতি লিটার পেট্রোলের দাম ১১২.২৯ টাকা (১.১৮ ডলার) এবং ডিজেল ১২৯.১৪ টাকা (১.৩৫৭ ডলার)।

যুক্তরাজ্য
বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি যুক্তরাজ্যে প্রতি লিটার পেট্রোল ২১৩.১৭ টাকা (২.২৪ মার্কিন ডলার) এবং ডিজেল ২২৫.০৬ টাকায় (২.৩৬৫ মার্কিন ডলার) বিক্রি হচ্ছে।

জার্মানি
জার্মানিতে প্রতি লিটার পেট্রোলের দাম ১৬৯.২০ টাকা (১.৭৭৮ মার্কিন ডলার) এবং ডিজেল ১৮৮.৩৩ টাকা (১.৯৭৯ মার্কিন ডলার)।

ফ্রান্স
ইউরোপের আরেক বৃহৎ অর্থনীতির দেশ ফ্রান্সে প্রতি লিটার পেট্রোল ৭৬.৫৩ টাকা (১.৮৫৫ মার্কিন ডলার) এবং ডিজেল ১৮৩.৩৮ টাকায় (১.৯২৭ মার্কিন ডলার) পাওয়া যাচ্ছে।

অস্ট্রেলিয়া
দেশটিতে প্রতি লিটার পেট্রোল ১২১.৫২ টাকা (১.২৭৭ ডলার) এবং ডিজেল ১৪৬.২৭ টাকায় (১.৫৩৭ ডলার) বিক্রি হচ্ছে।

দক্ষিণ কোরিয়া
কোরীয় উপদ্বীপের এই দেশটিতে প্রতি লিটার পেট্রোল ১৪৫.৭০ টাকা (১.৫৩১ মার্কিন ডলার), ডিজেল ১৫১.৫০ টাকা (১.৫৯২ মার্কিন ডলার) এবং কেরোসিন ১২৬. ১৯ টাকা (১.৩২৬ মার্কিন ডলার)।

রাশিয়া
বিশ্বের অন্যতম জ্বালানি রপ্তানিকারক রাশিয়ায় প্রতি লিটার পেট্রোলের দাম ৭৮.০৩ টাকা (০.৮২ মার্কিন ডলার) এবং ডিজেল ৮০.৪১ টাকা (০.৮৪৫ মার্কিন ডলার)।

সূত্রঃ গ্লোবালপেট্রোলপ্রাইসডটকম

আইনিউজ/এসকেএস

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

কোথায় কত বাড়লো বাস ভাড়া

ওজনে ডিজেল কম, ফিলিং স্টেশনকে চল্লিশ হাজার টাকা জরিমানা || Eye News || Moulvibazar || Filling Station

রাত ৮টায় দোকান বন্ধ, ক্ষতির মুখে ব্যবসায়ীরা || Eye News

শেখ রাসেলকে নিয়ে লেখা কবিতা- `বিশ্বমানব হতেই তবে` ।। তাওফিকা মুজাহিদ ।। আবৃত্তি ।। EYE NEWS

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন | Tea Stall | Old Woman | Moulvibazar | Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়