Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

পলি রানী দেবনাথ

প্রকাশিত: ১৫:২৬, ১৭ এপ্রিল ২০২৪

মৌলভীবাজারে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২৪ পালন করা হয়েছে। 

বুধবার (১৭ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে “ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

এ সময় তিনি বলেন, ১৭ এপ্রিল মুজিবনগর দিবস বাঙ্গালি জাতির জীবনের এক অবিস্মরণীয়, গৌরব গাঁথা ঐতিহাসিক দিন। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকারের গুরুত্ব ও অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।

সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুস সালাম চৌধুরী।

এ ছাড়াও, সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপরাধ) মোহাম্মদ সারোয়ার আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: জামাল উদ্দিন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক পান্না দত্ত।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল হক, জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরি, পৌরসভা মেয়র ফজলুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক-শিক্ষিকা, প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়