Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০২, ১২ নভেম্বর ২০২৩

টানা অবরোধে শ্রীমঙ্গল রেল স্টেশনে বেড়েছে যাত্রীর চাপ 

শ্রীমঙ্গল রেলস্টেশনে যাত্রীদের অপেক্ষা। ফাইল ছবি

শ্রীমঙ্গল রেলস্টেশনে যাত্রীদের অপেক্ষা। ফাইল ছবি

দেশে চলছে বিএনপি-জামায়াতের চতুর্থ দফায় ডাকা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি। কর্মসূচির প্রথম দিন আজ। অবরোধ কর্মসূচিতে সড়কে ছোট যানবাহন চলাচল করলেও দূর পাল্লার বাসের চলাচল তুলনামূলক কম। এতে করে পর্যটন উপজেলা শ্রীমঙ্গলের রেল স্টেশনে ট্রেনে বেড়েছে যাত্রীচাপ। অবরোধে বাস নিয়মিত না চলায় অনেকেই নির্বিঘ্ন যাত্রার জন্য ব্যবহার করছেন ট্রেন। এদের মধ্যে বেশিরভাগ যাত্রীই বিদেশগামী। 

রোববার (১২ নভেম্বর) সরেজমিন শ্রীমঙ্গল রেল স্টেশন এলাকা ঘুরে যাত্রীদের চাপের এমন দৃশ্য দেখা যায়। স্বাভাবিক সময়ের তুলনায় রেল স্টেশনে যাত্রী উপস্থিতি ছিল তুলনামূলক অনেক বেশি। আজ বিএনপির অবরোধে প্রথম দিন। জানমাল নিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে মানুষ এই সময়ে বেছে নিচ্ছেন ট্রেন। 

শ্রীমঙ্গল রেলস্টেশনে আসা উল্লেখযোগ্য পরিমাণ যাত্রীই বিদেশগামী। প্রবাস থেকে দেশে এসে ছুটি কাটিয়ে আবার কর্মস্থলে ফিরে যাচ্ছেন কেউ। আবার কেউ প্রথমবার বিদেশে পাড়ি জমাচ্ছেন। কিন্তু, দেশে টানা অবরোধ থাকায় দূর পাল্লার বাস বা প্রাইভেট কারের ঝুঁকি না নিয়ে ট্রেনে করে ফেরার প্রস্তুতি নিয়েছেন। 

ঐন্দ্রিলা চাকলাদার ঐশী নামের এক তরুণী বলেন, আমরা আমাদের ভাইকে বিদায় দিতে এসেছি। সে ঢাকা যাবে। অবরোধ থাকায় গাড়ি পাই নি। আর সড়কে নানা জায়গায় সংঘর্ষ, সহিংসতার কারণে ঝুঁকি না নিয়ে ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে। 

এদিকে গেল সপ্তাহেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনাঞ্চল এলাকায় আজ চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দুর্বল থাকার কারণে বিকল হয়ে প্রায় এক ঘণ্টার মতো সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ ছিলো। এতে কিছু সময় রেল যোগাযোগে ব্যাঘাত ঘটে। সিলেট রুটে কয়েকদিন পরপর রেল দুর্ঘটনার এসব বিষয়ে ক্ষোভও জানিয়েছেন যাত্রীরা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়