আই নিউজ প্রতিবেদক
টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোট দিয়ে বিজয়সূচক চিহ্ন দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রোববার (৭ জানুআরি) সারাদিন ভোটগ্রহণ শেষে, বেশিরভাগ আসনেই জয়ী হয়ে এসেছেন তাঁর দল আওয়ামী লীগের নৌকার মাঝিরা। ফলে, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যাচ্ছেন।
গতকাল রোববার অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এর ভোটগ্রহণ। নির্বাচনের ঘোষিত ফলাফল ও এগিয়ে থাকা প্রার্থীদের তথ্য বলছে, দ্বাদশ নির্বাচনেও বিপুল সংখ্যক সিট পেতে যাচ্ছে আওয়ামী লীগ। এবার সংসদীয় দলের প্রধান নির্বাচিত হলে সভানেত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রীর পদে আসীন হবেন বলা যায়।
এবছর নির্বাচনে রোববার সকালে ঢাকা সিটি কলেজ ভোটকেন্দ্রে নিজের ভোটপ্রদান করেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। ভোট দেয়ার পর সাংবাদিকদের প্রধানমন্ত্রী বলেন, দেশবাসীর কাছে গ্রহণযোগ্যতা পেলে নির্বাচন নিয়ে আর কে কী বলল, তা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালের ফেব্রুয়ারি মাসে প্রথমবার আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। এসময় তিনি বিদেশে ছিলেন। বিদেশে থাকা অবস্থায় ফেব্রুয়ারি মাসে হওয়া দলটির জাতীয় সম্মেলনে তাঁকে সভাপতি নির্বাচিত করা হয়। ওই বছরের ১৭ মে দিল্লি থেকে বাংলাদেশে ফিরে দলের হাল ধরেন শেখ হাসিনা। পরবর্তী সময়ে তাঁকেও বাবার মতো হ ত্যা র জন্য নানা পরিকল্পনা করা হলেও ব্যর্থ হয় পরিকল্পনাকারীরা।
১৯৯৬ সালে ২১ বছর পর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশের ক্ষমতায় আসে। এবং প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। দ্বাদশ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে নির্বাচন করেছেন। বেসরকারিভাবে এবছর প্রধানমন্ত্রী প্রায় আড়াই লাখ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মাত্র ৪৬৯ ভোট।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের