নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৬৫ জন
এডিশ মশাবাহিত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে। সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে ৩৩৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগীর মধ্যে ৪৮ জন ঢাকা বিভাগের। এ সময় ঢাকার বাইরে ১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে ঢাকার ৪৭টি সরকরি ও বেসরকারি হাসপাতালে ২৫৪ জন ভর্তি আছেন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন ৮২ জন ডেঙ্গু রোগী।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত দুই হাজার ৪৯৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকায় এক হাজার ৮৩৭জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩০৯ জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে, চিকিৎসা শেষে এক হাজার ৮৪১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে দুই হাজার ১১৫ জন ঢাকার বাসিন্দা, বাকি ৩৮০ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।
- আরও পড়ুন- করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৩৫৫
এছাড়া, এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।
তবে গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় এবং সরকারি পরিসংখ্যান অনুসারে মশাবাহিত এ রোগে তখন ১০৫ জন মারা যান।
গত কয়েক বছরের তুলনায় এ বছর ডেঙ্গু ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কার বিষয়ে সিটি করপোরেশনকে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। এডিস মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলোকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
আইনিউজ/এসডি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের