Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:৩১, ৯ জানুয়ারি ২০২৪

ঢাকা-৪ আসনে নির্বাচনের ফল হাইকোর্টে স্থগিত 

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এ ঢাকা-৪ আসনে ভোটগ্রহণের পর প্রাপ্ত ফলাফল স্থগিত করেছেন হাইকোর্ট। পাশাপাশি আসনটির ১৮ কেন্দ্রে ভোটে অনিয়মের অভিযোগ ১০ দিনের মধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ থেকে বিরত থাকতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এই আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট সানজিদা খানম সকালে অনিয়মের অভিযোগ এনে একটি রিট করেন।

রিটে বলা হয়, গত রোববার সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন ওই আসনের ১৮টি কেন্দ্রে ভোট কারচুপি ও জালিয়াতি করা হয়েছে। এসব অভিযোগের স্বপক্ষে প্রমাণ জমা দেওয়া হয়েছে আবেদনের সঙ্গে। সেই প্রেক্ষিতে আজ উচ্চ আদালত এ আসনের নির্বাচনি ফলাফল স্থগিতাদেশ দেন। 

পরে শুনানি শেষে বিকেলে আদালত ওই আসনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত রেখে আগামী ১০ দিনের মধ্যে ইসিকে এসব অভিযোগের তদন্ত করার নির্দেশ দেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী, ঢাকা ৪ আসনে সানজিদা খানমকে পরাজিত করে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন। তিনি পেয়েছেন ২৪ হাজার ৭৭৫ ভোট। আর সানজিদা খানম পেয়েছেন ২২ হাজার ৫৭৭ ভোট। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়