আই নিউজ ডেস্ক
ঢাকা-৪ আসনে নির্বাচনের ফল হাইকোর্টে স্থগিত
![ফাইল ছবি ফাইল ছবি](https://www.eyenews.news/media/imgAll/2023May/উচ্চ-আদালত-eyenews-2401091931.jpg)
ফাইল ছবি
জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এ ঢাকা-৪ আসনে ভোটগ্রহণের পর প্রাপ্ত ফলাফল স্থগিত করেছেন হাইকোর্ট। পাশাপাশি আসনটির ১৮ কেন্দ্রে ভোটে অনিয়মের অভিযোগ ১০ দিনের মধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ থেকে বিরত থাকতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এই আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট সানজিদা খানম সকালে অনিয়মের অভিযোগ এনে একটি রিট করেন।
রিটে বলা হয়, গত রোববার সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন ওই আসনের ১৮টি কেন্দ্রে ভোট কারচুপি ও জালিয়াতি করা হয়েছে। এসব অভিযোগের স্বপক্ষে প্রমাণ জমা দেওয়া হয়েছে আবেদনের সঙ্গে। সেই প্রেক্ষিতে আজ উচ্চ আদালত এ আসনের নির্বাচনি ফলাফল স্থগিতাদেশ দেন।
পরে শুনানি শেষে বিকেলে আদালত ওই আসনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত রেখে আগামী ১০ দিনের মধ্যে ইসিকে এসব অভিযোগের তদন্ত করার নির্দেশ দেন।
বেসরকারি ফলাফল অনুযায়ী, ঢাকা ৪ আসনে সানজিদা খানমকে পরাজিত করে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন। তিনি পেয়েছেন ২৪ হাজার ৭৭৫ ভোট। আর সানজিদা খানম পেয়েছেন ২২ হাজার ৫৭৭ ভোট। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024