নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২১:২১, ২৮ জুলাই ২০২২
ঢাকার লোকেরা সাদাসিধে হয়: মৌলভীবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি- আইনিউজ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন- ‘ঢাকার লোকেরা সাদাসিধে হয়। ভালো মানুষ হয়।’
মন্ত্রী আজ বৃহস্পতিবার বিকেলে (২৮ জুলাই) মৌলভীবাজার পুলিশ লাইনে নারী ব্যারাকের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানকে উদ্দেশ্যে করে তিনি বলেন- ‘তিনি (জেলা প্রশাসক) ঢাকায় আমার পাশের এলাকায় থাকেন, পল্টন এলাকার বাসিন্দা, আমি জানতাম না। আমি রমনা-তেজগাঁও এলাকার এমপি। মৌলভীবাজারের জেলা প্রশাসক অত্যন্ত ভালো মানুষ। তিনি আপনাদের অত্যন্ত আপন করে নিয়েছেন। মৌলভীবাজার জেলাকে তাঁর নিজের জেলার মতো করে নিয়েছেন। সবাই তাঁর সম্পর্কে ভালো ভালো কথা বলেছেন, প্রশংসা করেছেন। ঢাকার লোকেরা এমনি সাদাসিধে হয়। ভালো মানুষ হয়। ’
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য- নেছার আহমদ এমপি, সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান প্রমুখ।
এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন- সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগসহ সকল দলই নির্বাচনে অংশগ্রহণ করবে। বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না, এটা তাদের বিষয়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনকে ইভিএমে ভোটদানের অনুরোধ করেছেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন- দেশে এক সময় প্রতিদিন ১০ থেকে ১২ ঘন্টা লোডশেডিং হতো। আওয়ামী লীগ সরকার সেই বিদ্যুৎ সমস্যা সমাধান করেছে। তবে এখন বৈশ্বিক পরিস্থিতির কারণে এক ঘন্টা লোডশেডিং করা হচ্ছে। জ্বালানি সাশ্রয়ে এটা মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্ত।
তিনি বলেন, লোডশেডিং একটি সাময়িক অবস্থা। সময়ের সঙ্গে এটি পরিবর্তন হয়ে যাবে।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজলোয় একটি বেসরকারি শিল্প কারখানার ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
আইনিউজ/এইচকে/এসডি
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’