Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৩১, ১৯ ডিসেম্বর ২০২৩

তেজগাঁও স্টেশনে ট্রেনের বগিতে আগুন, মা-শিশুসহ নিহত ৪ 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাজধানী ঢাকার তেজগাঁও রেলস্টেশনে একটি ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

নিহতদের মধ্যে একটি শিশু, একজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন। এর মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাদিরা আক্তার পপি (৩৫) এবং তার তিন বছরের শিশু সন্তান ইয়াসিন। 

মঙ্গলবার ভোর ৫টা ৪ মিনিটের দিকে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন লাগানোর খবর পায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার। দুর্বৃত্তরা ট্রেনের তিনটি বগিতে আগুন দেয়। 

তিনি বলেন, ভোর ৫টা ৪ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের ৩টি বগিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আমাদের ৩টি ইউনিট সকাল পৌনে ৭টার দিকে আগুন নির্বাপণ করে। একটি বগি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়