Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

তোফায়েল পাপ্পু, সংযুক্ত আরব আমিরাত (দুবাই)

প্রকাশিত: ১২:৩১, ৩ ফেব্রুয়ারি ২০২৪

দুবাইয়ে বসে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ

ফাইল ছবি

ফাইল ছবি

প্রথমবারের মতো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা। বাংলাদেশ দুবাই কনস্যুলেট এর মাধ্যমে আগ্রহী শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ দেয়া হচ্ছে। প্রবাসের মাটিতে এমন সুযোগ পেয়ে উচ্ছ্বাসিত আমিরাত প্রবাসীরা। 

সুখী করার অঙ্গীকার নিয়ে জীবনযাত্রায় উন্নতি সাধনের লক্ষ্যে অনেকে পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে। দেশটিতে কর্মরত অনেক প্রবাসীর উচ্চ শিক্ষার ইচ্ছা থাকলেও সুযোগের অভাবে তা এত দিন সম্ভব ছিলো না। এবার প্রথমবারের মত বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। 

২০২৪ -২০২৫ শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসি শিক্ষা কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে দুবাই ও উত্তর আমিরাত কনসুলেট। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ,কুয়েত, কাতার, এই সুবিধা চালু থাকলেও আমিরাতে এমন সুযোগ পেয়ে উচ্ছ্বাসিত বসাবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ার সুযোগের মত অনেক প্রবাসী শিক্ষার্থী ডিগ্রি ও অনার্স কোর্স চালুর আহবান জানিয়েছেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আগ্রহী শিক্ষার্থীরা ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারির মধ্যে মানবিক ও ব্যবসার শাখায় ভর্তি হতে পারবেন। 

এই প্রোগ্রামের সব ক্নাস মার্চ মাস থেকে অনলাইনে শুরু হবে বলেও জানানো হয়। এই সুযোগটি কাজে লাগালে অনেকে কর্মক্ষেত্রে প্রাপ্ত সনদ কাজে লাগাতে পারবে এমনটাই প্রত্যাশা আরব আমিরাত প্রবাসীদের।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়