Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৯, ২৬ জুন ২০২২
আপডেট: ১৮:৪২, ২৬ জুন ২০২২

দেশে বাড়ছে করোনা সংক্রমণ, দুইদিনে ৫ জনের মৃত্যু

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে করোনা সংক্রমণ বাড়ছে। দুইদিনে করোনা আক্রান্ত ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুন) শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৭৫ শতাংশ। আজ রোববার (২৬ জুন) সেটা বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৬৬ শতাংশ। শুক্রবার করোনা সংক্রমণের হার ছিল  ১২ দশমিক ১৮ শতাংশ।

গত দুইদিনে করোনা আক্রান্ত ৫ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জাননো হয়  মারা যাওয়া দুই জনই ঢাকার বাসিন্দা। এর মধ্যে একজন নারী, একজন পুরুষ।

গত ২৪  ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০২ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ৫১৯ জন। ২৪ ঘণ্টায় ৮ হাজার ৪৫৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৮ হাজার ৪৯২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ০৭ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ১০ শতাংশ। করোনায় মৃত্যুর হার এক দশমিক ৪৮ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

আইনিউজ/এসকেএস

আইনিউজ ভিডিও

পানির নীচে মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী সড়ক

 

মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড

নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী 

ঘরে থৈ-থৈ পানি, নেই খাবার পানি, বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই 

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়