Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৪ ১৪৩২

সাইফুল ইসলাম সুমন, জুড়ী 

প্রকাশিত: ১১:৩১, ১৩ নভেম্বর ২০২৩

দেশের জনগণ শান্তিতে আছে, শান্তিতে থাকতে চায়: পরিবেশমন্ত্রী

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। ছবি- আই নিউজ

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। ছবি- আই নিউজ

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, বিএনপি-জামাত চায় বিনা ভোটে আমেরিকার এবং পশ্চিমা দেশের সাহায্য নিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য। আমরা তীব্র ভাষায় জানাতে চাই, তাদের সেই সুযোগ আর কোনোদিন হবে না। তারা রাজাকার-স্বাধীনতা বিরোধী, তাই দেশের মানুষ তাদেরকে বয়কট করেছে। বর্তমানে দেশের জনগণ শান্তিতে আছে এবং শান্তিতে থাকতে চায়।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার জেলার জুড়ীতে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জুড়ী শিশু পার্ক মাঠে বিএনপি-জামাতের দেশবিরোধী ষড়যন্ত্র, জ্বালাও পোড়াও, অগ্নিসন্ত্রাস ও হরতাল-অবরোধের বিরুদ্ধে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

পরিবেশমন্ত্রী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্য করে আরো বলেন, আমাদের সামনে জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে বানচাল করার জন্য জামাত-বিএনপি বিভিন্ন ষড়যন্ত্র করছে। তাই সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রাখার জন্য আপনারা মাঠে কাজ করতে হবে। আজ আমরা মাঠে নেমেছি, আমাদের বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরবো।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা পৌর মেয়র আবু ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট আব্দুল খালিক, জাকির হোসেন কালা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বদরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, উপজেলা ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম কাজল, আব্দুস সত্তার, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সাধারন সম্পাদক শেখরুল ইসলাম, সহ-সভাপতি সাইরুল ইসলাম, আহমদ কামাল অহিদ, হাসান তারেক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাব উদ্দিন সাবেল, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল, কলেজ ছাত্রলীগের সভাপতি আদনান আশফাক প্রমুখ। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়