Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৩৫, ৮ জানুয়ারি ২০২৪

দ্বাদশ জাতীয় নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে: সিইসি 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে অন্তত ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। 

রোববার (৭ জানুয়ারি) বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। এর আগে ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানিয়েছিলেন, সারাদেশে রোববার বিকেল ৩টা পর্যন্ত ৭ ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ২৭ শতাংশ।

তবে, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানান, আরো কিছু কেন্দ্রের তথ্য আসা বাকি রয়েছে। সেগুলো এলে ভোট পড়ার হার পরিবর্তন হতে পারে।

তিনি আরো বলেন, নির্বাচনে কোনো ধরনের সহিংসতা বা গুরুতর কোনো ঘটনা ঘটেনি। যখনই আমরা কোনো তথ্য পেয়েছি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হয়েছে।

সংসদ নির্বাচনে আজ ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবার ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। সারাদেশে ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি, আর ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়