Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

শ্যামলাল গোসাঁই

প্রকাশিত: ১০:৪৭, ২ আগস্ট ২০২২

দ্য কনসার্ট ফর বাংলাদেশ: ইতিহাসে ভিন্নরকম এক সঙ্গীতায়োজন

নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে বসে পৃথিবীর ইতিহাসে স্মরণীয় সেই কনসার্ট

নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে বসে পৃথিবীর ইতিহাসে স্মরণীয় সেই কনসার্ট

আজ থেকে ঠিক ৫১ বছর আগের এই দিনে, পৃথিবীর প্রথম চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হয়েছিল নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে। কে না জানে ম্যাডিসন স্কয়ারের সেই কনসার্টের কথা। 'The Concert For Bangladesh' এর খবর এখন বিশ্ববাসী জানে। কনসার্টটি বিশেষ তাৎপর্যপূর্ণ ছিলো কারণ এটি করা হয়েছিলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় নেয়া বাঙালী শরনার্থীদের দুর্ভোগ লাঘবের জন্য।

সেসময় চলছিলো পাকিস্তান থেকে বাংলাদেশকে মুক্ত করার যুদ্ধ। দীর্ঘ নয় মাসের সেই রক্তক্ষয়ী যুদ্ধে প্রাণ হারিয়েছিলো ত্রিশ লাখেরও বেশি মানুষ। মুক্তিযুদ্ধের সময়ে ভারতে আশ্রয় নেয়া শরণার্থীদের দুর্ভোগ লাঘবের চেষ্টার পাশাপাশি বাংলাদেশকে নৈতিক সমর্থন জানানো এবং বাংলাদেশের জনগণকে সহায়তার জন্য উদ্যোগটি নিয়েছিলেন বিশ্ববরেণ্য সেতার বাদক পণ্ডিত রবি শঙ্কর।

গান গাইলেন বিটলসের জর্জ হ্যারিসন, রিঙ্গো স্টার। গান গাইলেন বাংলাদেশ শিরোনামে। এক বিদেশী বিখ্যাত শিল্পীর মুখে বাংলাদেশের নাম আর দুর্দশার কথা শুনেন সেদিন হাজারো মানুষ। এদিন আরও গান গাইলেন, লিওন রাসেল, বিলি প্রিস্টন আর কিংবদন্তি গায়ক বব ডিলান। কিংবদন্তি গিটারিস্ট এরিক ক্ল্যাপটনও গিটার বাজিয়েছিলেন কনসার্টটিতে।

রবি শঙ্কর তার এই মহৎ উদ্যোগের ব্যাপারে কথা বলেন সেসময়কার আরেক খ্যাতিমান গায়কের সঙ্গে। তিনি পপ সঙ্গীতের সুপরিচিত ব্যান্ড বিটলসের অন্যতম সদস্য জর্জ হ্যারিসন। হ্যারিসন সম্মত হওয়ার পরে রবি শঙ্কর নিজেই যোগাযোগ করেন আরও শিল্পীদের সাথে। এর পরই সৃষ্টি হয় এক নতুন ইতিহাসের।

১৯৭১ সালের ১ আগস্ট  নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে বসে পৃথিবীর ইতিহাসে স্মরণীয় সেই কনসার্ট। সেখানেই বাংলাদেশের জন্য বাজালেন সেতার সম্রাট রবিশঙ্কর, সরোদ সম্রাট ওস্তাদ আলী আকবর খাঁ, তবলার কিংবদন্তি শিল্পী আল্লারাখা খান। তাদের সেদিনের বাজনা শুনে ছুটে আসতে লাগলেন মানুষজন। মুগ্ধ হয়ে শুনতে থাকেন তাদের বাজানো সুর।

গান গাইলেন বিটলসের জর্জ হ্যারিসন, রিঙ্গো স্টার। গান গাইলেন বাংলাদেশ শিরোনামে। এক বিদেশী বিখ্যাত শিল্পীর মুখে বাংলাদেশের নাম আর দুর্দশার কথা শুনেন সেদিন হাজারো মানুষ। এদিন আরও গান গাইলেন, লিওন রাসেল, বিলি প্রিস্টন আর কিংবদন্তি গায়ক বব ডিলান। কিংবদন্তি গিটারিস্ট এরিক ক্ল্যাপটনও গিটার বাজিয়েছিলেন কনসার্টটিতে।

৪০ হাজারের বেশি মানুষ নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এমন একটি আয়োজনে যোগ দিয়েছিলেন, যে ধরণের আয়োজন এর আগে বিশ্বের মানুষ কখনও দেখেনি। সেইদিনের সেই অনুষ্ঠানটি শুধু একটি গানের আয়োজনই ছিলো সেদিনের সেই আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববাসী জানতে পারে বাংলাদেশ মুক্তিযুদ্ধে কতোখানি বিপর্যস্ত সময় পার করছে এবং পাকিস্তানি বাহিনীর বর্বরতার কথা।

আইনিউজ/এইচএ

বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়