Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

অঞ্জন রায়,  নবীগঞ্জ 

প্রকাশিত: ১৯:৩৪, ৬ ফেব্রুয়ারি ২০২৪

নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় অর্ধ লক্ষ টাকা জরিমানা

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

নবীগঞ্জ কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় মোবাইল কোটে অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়।

গতকাল সোমবার (৫ ফেব্রুয়ারী) মোবাইল কোট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন দেলোয়ার। 

জানা যায়, শীত মৌসুম এলে এক শ্রেণীর মানুষ কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে ব্যবসা ও ইটভাটায় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে থাকেন। তারা মাটি মজুত করে রাখেন। উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের পাইকপাড়া এলাকায় অবৈধভাবে চলে মাটি কাটার উৎসব। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহিন দেলোয়ার। 

মোবাইল কোট পরিচালনায় সহযোগিতা করেন নবীগঞ্জ থানা পুলিশের একটি টিম। এসময় তিনি বালুমহালও মাটি ব্যবস্থাপনা আইন ২১০ এর সংলিষ্ট ধারায়  উপজেলার পশ্চিম তিমিরপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে নুর আলমকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করেন।

নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহিন দেলোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, যারা অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন করবে তাদের ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়