Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

অঞ্জন রায়, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪১, ১৬ আগস্ট ২০২২
আপডেট: ২০:৫১, ১৬ আগস্ট ২০২২

নবীগঞ্জে কারেন্ট জাল জব্দ, বাজারমূল্য ৪ লাখ টাকা

হবিগঞ্জের নবীগঞ্জে  উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আসাদ উল্লাহ নেতৃত্বে অভিযানে চায়না দোয়াইর ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। উপজেলার গণয়ালী গ্রুপ ফিসারী ও মকার হাওয়র  অভিযানে ৪০ টি অবৈধ কারেন্ট জাল ও ৮০টি চায়না দোয়াইর জব্দ করা হয়।

৪০ টি অবৈধ কারেন্ট জাল ও ৮০টি চায়না দোয়াইর বাজারমূল্য প্রায় ৪ লাখ ৪০ হাজার টাকা। নবীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা (অ: দা:)  মো. আসাদ উল্লাহ নেতৃত্বে নবীগঞ্জ থানার এস আই দূর্গা দাশের সার্বিক সহযোগিতায়  সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টায় থেকে বিকাল ৫টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়।

মো. আসাদ উল্লাহ বলেন, দেশি প্রজাতির মা মাছসহ সব ধরনের মাছের প্রজনন নিরাপদ করতে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দোয়াইরের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে আইন ভঙ্গকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের তত্ত্বাবধানে জব্দকৃত অবৈধ জাল ফুরানো হয়।

আইনিউজ/ওআর/এসকেএস

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

গায়ে তেল মেখে কিভাবে তৈলাক্ত কলাগাছের মাথায় উঠছে তারা | Eye News

মৌলভীবাজারে জাতির পিতার পদচিহ্ন নিয়ে ‘খুঁজে ফিরি পিতার পদচিহ্ন’

শেখ রাসেলকে নিয়ে লেখা কবিতা- `বিশ্বমানব হতেই তবে` ।। তাওফিকা মুজাহিদ ।। আবৃত্তি ।। EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়