Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

মো. হাবিবুল হাসান হাবিব, নীলফামারী

প্রকাশিত: ১৯:৫১, ৩০ নভেম্বর ২০২৩

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী আটক

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

নীলফামারীর ডিমলায় যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী মাজহারুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)। 

বুধবার (২৯ নভেম্বর) রাতে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার রসুলপুর বাগানবাড়ি এলাকা থেকে নীলফামারী র‍্যাব-১৩, সিপিসি-২ ও র‍্যাব-১১ নারায়নগঞ্জের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মাজহারুল ইসলাম ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের শালহাটি এলাকার বাসিন্দা। সে পেশায় একজন পল্লী চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলেন, গত ১৭ অক্টোবর স্ত্রী লাভলী আক্তারকে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে পিটিয়ে ও বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করে মাজহারুল। এসময় গুরুত্বর অসুস্থ্য লাভলীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে পিটিয়ে ও বিষ প্রয়োগে হত্যার কথা আটককৃত মাজহারুল স্বীকার করেছে বলেও জানিয়েছে র‍্যাব। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়