স্পোর্টস ডেস্ক, আইনিউজ
নেইমারকে ডেকেছেন স্প্যানিশ আদালত, হতে পারে জেলও
বার্সেলোনায় থাকাকালীন কর এবং ট্রান্সফার ফি ফাঁকি দেওয়ায় আদালতে যেতে হবে নেইমারকে
আবারও স্পেনের আদালতে আসতে হয়েছে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারকে। বার্সেলোনার সাথে নেইমারের সম্পর্কের কালো ধোঁয়া যেন এখনো কাটছেই না। ২০১৩ সালে সান্তোস থেকে নেইমারকে বার্সেলোনায় উড়িয়ে আনার ৯ বছর পেরিয়ে গেছে। এর মধ্যে নেইমার বার্সা ছেড়ে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে আরও পাঁচ বছর আগে নাম লিখিয়েছেন পিএসজিতে। তবুও স্প্যানিশ আদালত ছাড়ছে না নেইমার এবং বার্সেলোনার পিছু।
নেইমার বার্সেলোনায় থাকাকালীন কর এবং ট্রান্সফার ফি ফাঁকি দেওয়ায় আদালতে যেতে হবে। এবং এই অভিযোগ প্রমাণিত হলে নেইমারের জেল হতে পারে দুই বছরের সঙ্গে বড় অংকের জরিমানাও হবে।
নেইমারকে ঘিরে এই অভিযোগের শুনানি শুরু হবে ১৭ অক্টোবর। দুই সপ্তাহ ধরে চলবে এই শুনানি। কাতার বিশ্বকাপ শুরুর ঠিক এক মাস আগে বসবে আদালত। নেইমারের সঙ্গে অভিযুক্তের তালিকায় আছেন তার বাবা এবং মা। এছাড়াও বার্সেলোনার সাবেক দুই প্রেসিডেন্ট সান্দ্রো রাসেল এবং জোসেপ মারিয়া বার্তেমেউও অভিযুক্ত এই অভিযোগে।
ইনভেস্টমেন্ট ফান্ড ডিআইএস এই অভিযোগ তুলেছে আদালতে। কেননা সান্তোস থেকে নেইমারের ট্রান্সফারের ৪০ শতাংশ পাওয়ার কথা এই তাদের। তবে আদালতে তারা অভিযোগ করেছে যে সেই সময় জানানো ৫৭ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি এর ভেতর ১৭.১ মিলিয়ন ইউরো পাওয়ার কথা ছিল ডিআইএস'র। কিন্তু তারা ওই অর্থ থেকে কেবল ৬.৮ মিলিয়ন ইউরোই পেয়েছে। এদিকে তারা আরও অভিযোগ করেছে যে নেইমারের ট্রান্সফার ৫৭ মিলিয়ন ইউরো নয় ছিল আরও বেশি।
এর আগে নেইমারকে বার্সেলোনায় ভেড়ানো প্রেসিডেন্ট সান্দ্রো রাসেল ২০১৪ সালে পদত্যাগ করেন। সে সময় নেইমারের ট্রান্সফার ফি নিয়ে সঠিক তথ্য দিয়ে ব্যর্থ হয়ে পদত্যাগ করেন তিনি। পরবর্তীতে স্প্যানিশ সরকারকে মিথ্যা তথ্য এবং কর ফাঁকি দেওয়ায় ২০ মাস জেল খাটেন এই বার্সা প্রেসিডেন্ট। ২০১৬ সালে নেইমারের ট্রান্সফার ফি লুকানোর কথা স্বীকার করে স্প্যানিশ সরকারকে জরিমানা হিসেবে ৫.৫ মিলিয়ন ইউরো প্রদান করতে রাজি হয় বার্সা।
এদিকে স্প্যানিশ দৈনিক এল পায়েস জানিয়েছে, নেইমারের বাবা এবং বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট সান্দ্রো রাসেল ২০১১ সালে গোপনে চুক্তি স্বাক্ষর করে। যেখানে নিশ্চিত করা হয় ২০১৩ সালে নেইমার বার্সাতেই আসবে। এই চুক্তি ফিফার ফ্রি মার্কেট আইনভঙ্গ করে। এ কারণে নেইমারের বাবারও হতে পারে জেল।
বার্সেলোনার আদালত নেইমারজে দুই বছরের জেল দিতে চায় তবে আইনজীবীরা তার পাঁচ বছরের জেল চায়। এবং এই সময়ের মধ্যে নেইমার কোনো ধরনের ফুটবল খেলায় যেন অংশ নিতে না পারে সেদিকেও নজর দেওয়ার আহ্বান জানিয়েছে আইনজীবীরা।
- বার্সা-জুভেন্টাস ম্যাচ ২-২ গোলে ড্র
- মেসিকে বার্সেলোনায় ফেরানোর ইচ্ছা জানালেন কোচ
- মানচেস্টারে ফিরলেন রোনালদো
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
৪০ লক্ষ টাকায় বিক্রি হলো একটি মাছ, রাতরাতি ধনী জেলে
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
আদিবাসী জনগোষ্ঠির সংস্কৃতি । Indigenous Culture । Eye News
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা