Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৩, ২৩ ডিসেম্বর ২০২৩

নৌকার বিরুদ্ধে ডাব নিয়ে ভোটের প্রচারণায় হিরো আলম 

প্রচারণায় একজন বৃদ্ধ ভোটারের সঙ্গে হিরো আলম। ছবি- আই নিউজ

প্রচারণায় একজন বৃদ্ধ ভোটারের সঙ্গে হিরো আলম। ছবি- আই নিউজ

প্রতীক বরাদ্দের পর থেকে সারাদেশে নির্বাচনি প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা। প্রচারণা চালাচ্ছেন, জাসদ, ওয়ার্কাস পার্টি, জাতীয় পার্টির এবং স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরাও। বগুড়া-৪ আসনে ডাব প্রতীক নিয়ে নৌকা প্রার্থীর বিপক্ষে ভোটের মাঠে প্রচারণা চালাচ্ছেন বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম।

বগুড়া-৪ আসনের বিভিন্ন এলাকায় টানানো হয়েছে হিরো আলমের ডাব প্রতীকের ব্যানার। প্রচারণা গাড়ির মাইকে বাজছে হিরো আলমের পক্ষে ভোট চেয়ে ডাব মার্কার গান। সেই গাড়ী ঘিরে উল্লাস করছেন হিরো আলমের সমর্থকরা। 

শুক্রবার (২২ ডিসেম্বর) রাজধানীর মুরইল থেকে ভোটের প্রচার শুরু করেন কংগ্রেসের প্রার্থী হিরো আলম। পরে নিজ আসনে এসেকাহালু জামগ্রাম, নন্দীগ্রামসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এই আলোচিত প্রার্থী। নন্দীগ্রামের কুন্দারহাট থেকে শনিবার (২৩ ডিসেম্বর) দ্বিতীয় দিনের প্রচার শুরু করেছেন তিনি।

ভোটারদের দ্বারেদ্বারে সমর্থকদের নিয়ে যাচ্ছেন হিরো আলম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে তাঁর পক্ষে ভোট চাইছেন সাধারণ ভোটারদের কাছে। ভোটাররাও আশ্বাস দিচ্ছেন ভোট দেওয়ার। 

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনটিতে হিরো আলমের প্রতিপক্ষ হেভিওয়েট প্রার্থজী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) হাসানুল হক ইনু। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় এই আসন পেয়েছেন ইনু। ইনু বিপক্ষে প্রার্থীদের নিজেদের পক্ষে টানার চেষ্টা কতোটা সফল হবে হিরো আলমের তা দেখা যাবে ভোটের দিন। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়