শাহরিয়ার খান সাকিব, মৌলভীবাজার
আপডেট: ২১:৪৯, ১১ আগস্ট ২০২২
নৌযান বানিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন ছোট কিশোর হাকিমুল
নৌযান জলে ভাসতে দেখে শিশু-কিশোরদের মনে অনেক কৌতুহল জাগে। কিভাবে আকাশে ওড়ে উড়োজাহাজ অথবা কিভাবে নদী-সমুদ্রে ছুটে চলে নৌযান। সকল কৌতুহলের তখনই অবসান ঘটে ঠিক যখন সে নিজে তৈরি করে। নৌযান নদীতে ভাসতে দেখে তাতে চড়ার সাধ তো অনেকেরই জাগে, বাস্তবের মতো দেখতে একটি খেলনার নৌযান তৈরী করলো মৌলভীবাজারের ছোট কিশোর হাকিমুল ইসলাম রাফি।
অনেক মানুষ তার নৌযানটি দেখতে ভিড় করেন। হাকিমুল ইসলাম রাফি জানালেন, তার তৈরি জাহাজটি মটর, একটি ব্যাটারি ও পাখার সাহায্যে পানিতে চলে। সে জানায়, নৌপথে তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম যেতে চোখে পাড়ে লঞ্চ। যেটি তার নজর কাড়ে। আর সে ইউটিবের সাহায্য নিয়ে দেখে মেধা খাটিয়ে ককশিট, মটর আর ব্যাটারি দিয়ে তৈরি করেছে একটি খেলনার লঞ্চ। যা কিনা সত্যিকারের লঞ্চের মতো পানিতে ছুটে চলে।
পনের বছর বয়সী কিশোর হাকিমুল ইসলাম রাফির বাড়ি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম। সে প্রায় দীর্ঘ ১৫ বছর ধরে পরিবারের সাথে মৌলভীবাজার পৌরসভার ৮নং ওয়ার্ড গোবিন্দশ্রী এলাকার বর্তমান বাসিন্দা। হাকিমুল স্থানীয় গোবিন্দশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শেষ করে বর্তমানে মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসায় ৮ম শ্রেনীতে অধ্যয়নরত। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও হাকিমুল ইসলাম রাফি পড়াশোনার পাশাপাশি উদ্ভাবনী কাজ চালিয়ে যাচ্ছেন, যা সত্যিই প্রশংসার দাবি রাখে বলে জানালেন তার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও পাড়া-প্রতিবেশী।
হাকিমুল ইসলাম রাফি বলেন, ছোটকাল থেকেই এসবের প্রতি প্রবল ইচ্ছাশক্তি কাজ করত। আমি ২০১৯ সালে বোতল এবং মটর ব্যবহার করে হেলিকপ্টার ও ২০২০ সালে ককশিট দিয়ে বিশাল আকারের শহিদ মিনার তৈরি করি। পরিবারের কাছ থেকে পাওয়া হাত খরচের টাকা জমিয়ে রাখতাম। সেই জমানো টাকা দিয়ে যেসব যন্ত্র ক্রয় করতে লাগে যেমন- ব্যাটারি, মটর, লাইট ইত্যাদি বাজার থেকে কিনে আনতাম। আর সেগুলো দিয়েই কাজ করতাম। তারপর আমি ২০২১ সালে বিজয় ফুল তৈরি প্রতিযোগিতায় কাগজ দিয়ে ফুল তৈরি করে জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করি। তবে সহযোগিতা পেলে আরও ভালো কিছু তৈরী করতে পারবো। এর জন্য প্রয়োজন সরকার ও প্রশাসনের সহযোগিতা কামনা করি। আর এই জাহাজটি নির্মাণ করতে আমার পাঁচদিন সময় লেগেছে।
গোবিন্দশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বেগম উম্মে সালমা বলেন, হাকিমুল ইসলাম রাফি সে আমাদের প্রাক্তণ ছাত্র । সে তৃতীয় শ্রেণীতে থাকাকালীন সময়ে কাগজ দিয়ে শাপলা তৈরিতে জেলা পর্যায়ে প্রথম এবং বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় হয়েছে। চর্তুথ শ্রেণীতে থাকাকালীন সে একটি হেলিকপ্টার তৈরি করেছিলো। যেটি মটর দিয়ে এমনভাবে সে তৈরি করেছিলো প্লেনটি আকাশে ওড়তে পারতো। তার এই উদ্ভাবনী দেখে আমরা সকলেই আনন্দিত হয়েছিলাম। বর্তমানে সে একটি জাহাজ তৈরি করেছে। তার জাহাজের নাম স্বপ্নের পদ্মা, অতি চমৎকার তার এই উদ্ভাবনী। তার এই বুদ্ধিমত্তা সত্যিই প্রসংশনীয়। সে যদি কোন সহযোগীতা পায় তাহলে সে অনেক দূর এগিয়ে যাবে বলে মনে আমি মনে করি।
মৌলভীবাজার বাজার-টানিং অটো-টেম্পু, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন পরিচালনা কমিটি রেজি নং-২৩৫৯-এর অর্ন্তভূক্ত এর সভাপতি মো. জবরুল ইসলাম বলেন, হাকিমুল ইসলাম রাফি তার প্রচেষ্ঠায় এবং নিজ উদ্যোগে সে একটি এতো সুন্দর একটি জাহাজ তৈরি করেছে স্বপ্নের পদ্মা। তার এই জাহাজটি পানিতে চলে মটরের সাহায্যে আমি সেটি দেখেছি। আসলে এটি অতুলনীয় একটি উদ্ভাবন। তার এই ক্ষুদ্র জ্ঞান থেকে তৈরি করেছে এটি আসলে সত্যি প্রশংসনীয়। আমাদের এলাকার যারা আছেন সবার দৃষ্টি আর্ষণ করবো তাকে যেনো যেকোনো ভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দেন। তার এই মেধাকে কাজে লাগিয়ে সে যাতে ভালো কিছু করে দেখাতে পারে। আমাদের এলাকার জন্য সুনাম বয়ে আনতে পারে। এর আগেও আমি একটি জিনিস লক্ষ্য করেছিলাম স্কুলের মাঝে একটি অনুষ্ঠান হয়েছিলো তখন সে একটি শহীদ মিনার তৈরি করেছিলো। তার এই শহীদ মিনারটি দেখে অনেকই মুগ্ধ হয়েছিলেন।
- আরও পড়ুন: মৌলভীবাজারে কোন রুটে বাস ভাড়া কত?
স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক সাইফুল ইসলাম সোহেল বলেন, হাকিমুলের ইসলাম আমি তাকে খুব কাছ থেকে দেখেছি তার যথেষ্ট মেধাশক্তি রয়েছে। সরকার যদি তাকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা দিয়ে গড়ে তোলে, তাহলে আমি মনে করি সে দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
আইনিউজ/এসকেএস
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
নৌযান বানিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন ছোট কিশোর হাকিমুল || Eye News || Moulvibazar || Bout
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
বিস্ময় ছোট বালিকা দেয়ালিকা চৌধুরী বলতে পারে ১৯৫ দেশের রাজধানীর নাম | Deyalika | Eye News
শেখ রাসেলকে নিয়ে লেখা কবিতা- `বিশ্বমানব হতেই তবে` ।। তাওফিকা মুজাহিদ ।। আবৃত্তি ।। EYE NEWS
কাশিমপুর পাম্প হাউজ সচল রাখার দাবিতে মৌলভীবাজারে কৃষক সমাবেশ || Eye News || Moulvibazar
কোথায় কত বাড়লো বাস ভাড়া
ওজনে ডিজেল কম, ফিলিং স্টেশনকে চল্লিশ হাজার টাকা জরিমানা || Eye News || Moulvibazar || Filling Station
রাত ৮টায় দোকান বন্ধ, ক্ষতির মুখে ব্যবসায়ীরা || Eye News
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’