শাবিপ্রবি প্রতিনিধি
পতাকা দিবসে শাবিপ্রবি শিক্ষার্থীদের ব্যতিক্রমী উদ্যোগ
ছবি- আই নিউজ
২ মার্চ জাতীয় পতাকা দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) হাতের ছাপে তৈরি করা লাল সবুজের জতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। ব্যতিক্রমী এ উদ্যোগের আয়োজক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
শনিবার (০২ মার্চ) সকাল থেকে হাতে লাল ও সবুজ রং মিশেলে সাদা কাপড়ে ছাপ দেন শিক্ষক-শিক্ষার্থীরা।
হাতের ছাপে একসময় পরিপূর্ণ হয়ে সাদা কাপড়টি জাতীয় পতাকার আকার ধারণ করে। শিক্ষার্থীদের এ কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন। শিক্ষার্থীদের এ উদ্যোগের প্রশংসা করেন তিনি। এমন ব্যতিক্রমী উদ্যোগের ধারাবাহিকতা রক্ষা করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘পতাকাকে যেন কোনোভাবেই অবমাননা করা না হয় সেদিকে তোমরা খেয়াল রাখবে।’
পরবর্তীতে দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনে পতাকাটি উত্তোলন করেন শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, ১৯৭১ সালরে দোশরা র্মাচে ঢাকা বিশ্বিবদ্যিালয়ের বটতলায় বাংলাদশেরে ইতহিাসে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করছিলেন ছাত্র নেতা আ.স.ম. আব্দুর রব। এরপর থেকে এই দিনটি জাতীয় পতাকা দিবস হিসেবে পালন করা হচ্ছে।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩