Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক, আইনিউজ

প্রকাশিত: ১১:০২, ১৬ আগস্ট ২০২২

পবিত্র কাবা শরীফ নিজ হাতে পরিষ্কার করলেন সৌদি ক্রাউন প্রিন্স

বাদশাহ সালমানের পক্ষে সৌদি ক্রাউন প্রিন্স পবিত্র কাবা শরীফ পরিষ্কার করেন

বাদশাহ সালমানের পক্ষে সৌদি ক্রাউন প্রিন্স পবিত্র কাবা শরীফ পরিষ্কার করেন

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদ পবিত্র কাবা শরীফ নিজ হাতে পরিষ্কার করলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। দেশটির শাসক বাদশাহ সালমানের পক্ষে পরিচ্ছন্নতার এই কাজ করেন সৌদি ক্রাউন প্রিন্স।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে সংবাদমাধ্যম আরব নিউজ সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বাদশাহ সালমানের পক্ষে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মক্কার গ্র্যান্ড মসজিদের পবিত্র কাবা পরিষ্কার করেন। তবে আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়ার আগে যুবরাজ মোহাম্মদ বিন সালমান কাবা শরীফ তাওয়াফ করেন এবং সেখানে নামাজ আদায় ও প্রার্থনা করেন।

আরব নিউজ বলছে, কাবা শরীফে পরিচ্ছন্নতা কাজের সময় সৌদি যুবরাজের সঙ্গে দেশটির ক্রীড়ামন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল ছিলেন। এসময় সৌদি আরবের দু’টি পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শেখ আবদুল রহমান আল-সুদাইস তাদের স্বাগত জানান।

এছাড়া সৌদি আরবের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কাবা শরীফ পরিষ্কার ও ধোয়ায় অংশ নেন বলে জানিয়েছে আরব নিউজ।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়