Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৮, ৮ ফেব্রুয়ারি ২০২৪

পাকিস্তানে ভোটগ্রহণ: চলছে ভোট গণনা

পাকিস্তানের এবারের নির্বাচনের জন্য বাজেট ছিল ৪৮ বিলিয়ন পাকিস্তানি রুপি। ছবি- সংগৃহীত

পাকিস্তানের এবারের নির্বাচনের জন্য বাজেট ছিল ৪৮ বিলিয়ন পাকিস্তানি রুপি। ছবি- সংগৃহীত

পাকিস্তানে আজ অনুষ্ঠিত হয়েছে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন। সকাল থেকে শুরু হওয়া নির্বাচনের ভোটগ্রহন একটানা চলে স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনার কাজ। পাকিস্তানের ৮৫৫টি আসনে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন হয়।

এর আগে দেশটিতে ২০১৮ সালে নির্বাচন হয়েছিল। সেবারের তুলনায় এবারের নির্বাচনে অনেক পরিবর্তন ছিল। এবারের নির্বাচনের জন্য ৪৮ বিলিয়ন পাকিস্তানি রুপি বরাদ্দ করা হয়েছিল। 

এছাড়া এবার দেশটির মোট নাগরিকের মধ্যে ৫০ শতাংশ ভোটার ছিলেন। এমনকি এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক ১৮ হাজার স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করেছেন। ব্যালট পেপার ছাপাতে ব্যবহার করা হয়েছে ২০ কোটি ৬০ লাখ কাগজ।

পাকিস্তানে এবারের নির্বাচনে অংশ নিতে পারেনি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনটি আলাদা মামলায় কারাদণ্ড পেয়ে তিনি এখন জেলে বন্দি আছেন। তবে ইমরান খান জেলের ভেতর থেকেই নিজের ভোট প্রদান করেছেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়