হেলাল আহমেদ, আইনিউজ
আপডেট: ১৬:৪২, ৬ সেপ্টেম্বর ২০২২
পৃথিবীর অদ্ভুত ৫ ফুল!
পৃথিবীতে রয়েছে কিছু অদ্ভুতুড়ে ফুল
ফুল কমবেশি সকলেই পছন্দ করে। ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর। তবে সবার যে এক ধরনের ফুল ভালো লাগে তা কিন্তু নয়। ফুলেদের মধ্যেও রয়েছে অনেক ধরণ। কেউ গোলাপ পছন্দ করে কেউ রজনীগন্ধা পছন্দ করে। কেউ আবার শিউলি, শিমুল কিংবা অন্যান্য ফুল পছন্দ করে।
তবে পৃথিবীতে এমন কিছু ফুল আছে যা দেখলে আপনার চোখ কপালে ওঠবে। এমনই কিছু অদ্ভুতুড়ে ফুল রয়েছে পৃথিবী। এর কোনো কোনোটি দেখতে অসম্ভব সুন্দর। আইনিউজের আজকের লেখায় জানবো পৃথিবীর তেমনি কিছু অদ্ভুত ফুলের ব্যাপারে।
দুস্প্রাপ্য নর্তকি ফুল
প্রথমেই যে ফুলের কথা বলবো তার নাম নর্তকি ফুল রাখলেও ভুল কিছু হবেনা। কেননা, ফুলটি দেখতেই সুদক্ষ একজন নর্তকির মতো। ভিনদেশের ফুল এটি অস্ট্রেলিয়া দেশে এই ফুলটির দেখা মিলে। অস্ট্রেলিয়ায় এটিকে বলা হয় “ব্যালেরিনা অর্কিড”। বোটানিক্যাল নাম Caladenia melanema.
দেখতে অবিকল এক ক্ষুদে ব্যালেরিনা। সাদা-গোলাপীলাল পোষাকে সজ্জিতা । পাপড়ি নয় মূলত গোলাপীলাল আর কালো রঙয়ের বৃতি দিয়েই তার এই নৃত্যের ভঙ্গী। পাপড়ি দিয়ে তৈরী হয়েছে কেবল ব্যালেরিনাদের ফুলে থাকা সাদা পোষাকের অংশটুকু ।
প্রকৃতিতে অতি দূর্লভ এই ব্যালেরিনা অর্কিডটি। অষ্ট্রেলিয়ার ম্যালে বায়োজি্ওগ্রাফিক অঞ্চলের লেক এ্যালথাম এলাকাতেই শুধু আপনি তাকে খুঁজে পাবেন।
হংসফুল
এরপরের ফুলটিকে বলা যায় হংসফুল বা রাজহংস। কারণ, এই ফুলটি দেখতে অবিকল হাসের মতো। যেন উড়ন্ত এক যুগল হাঁস। এরাও অষ্ট্রেলিয়ান । দ্বীপ মহাদেশ বলেই কি প্রকৃতি এখানে দ্বীপের নিরিবিলিতে তার শিল্পকর্ম করে গেছে হয়তো।
আশ্চর্য্যজনক আর অপরূপ বলেই ১৯৯৬ সালে অষ্ট্রেলিয়ান পোষ্টেজ ষ্ট্যাম্পে এর ঠাঁই মিলেছে। পূর্ব এবং দক্ষিন অষ্ট্রেলিয়ায় এদের বাস। “ডাক অর্কিড” নামেই এর পরিচয়। বোটানিক্যাল নাম - Caleana_major ক’জনেই বা জানে এ ফুলের কথা!
বানরমুখো ফুল
আশ্চর্য্য হবার মতোই ফুল এটি। দেখতে একদম বানরের কোঁচকাল মুখাবয়ব। লম্বা মুখখানা বিধাতা গড়েছেন লম্বা লম্বা অনেকগুলি পাপড়ি দিয়ে। আর ফুলের মাঝখানে আপনার পূর্বপুরুষের যে মুখখানা তা গড়া হয়েছে পাপড়িগুলির রঙ বিন্যাস করে করে। রঙ বিন্যাসেই মুখ, চোখ, নাক ফুটিয়ে তোলা হয়েছে প্রকৃতির তুলিতে। তারপরে তাতে গন্ধ মাখানো হয়েছে।
বানর বলে যে তার গায়ে পঁচা গন্ধ মাখানো হয়েছে এমনটা ভাববেন না। পূর্ন প্রষ্ফুটিত একটি ফুলের গন্ধ ঠিক যেন পাকা কমলার মতো।
বাঁদর বলে কথা! তাই দক্ষিনপূর্ব ইকুয়েডরের গ্রীষ্মমন্ডলীয় জঙ্গলেই এদের ঠা্ঁই। পূর্বপুরুষদের স্মৃতি রক্ষার্থে এরকম একখানা ফুলগাছ আপনার চাই।ফুল ফুটতেই সাত সাতটি বছরের বেশী সময় লেগে যাবে। এমন বাঁদরামী আপনি করতে যাবেন বলে মনে হয়না!
নরমুন্ডের ফুল
নরমুন্ডের খুলি, শুনতে যেমন ভয় ঘিরে ধরেছে চারপাশ এই ফুল দেখতেও তেমনি ভয়ংকর। ষ্টার ওয়র মুভি সিরিজের “ দ্য এম্পায়ার স্ট্রাইকস ব্যাক” ছবিটি যারা দেখেছেন তারা এমন মুখোশটির সাথে পরিচিত।
ছবির খল চরিত্র Darth Vader এর মুখের আদলে গা ছমছম রূপ নিয়ে আৎকে ওঠার মতোই এই দূর্লভ ফুলটি। তাই ফুলটির নামটি দেয়া হয়েছে সার্থক ভাবেই – “ দ্য ডার্থ ভ্যাডার”।
সফেদ পায়রা ফুল
উড়ন্ত পাখির ঢংয়ে ফোটা একটি অর্কিড। শ্বেতশুভ্র। মূলত দক্ষিনপূর্ব এশিয়ার আদিবাসী হলে্ও সম্ভ্রান্ত রূপ আর সৌন্দর্য্যের জন্যে উত্তর আমেরিকা, ফিজি, দক্ষিন প্রশান্ত মহাসাগরের ওসেনীয়া অঞ্চলেও এদের নিয়ে যা্ওয়া হয়েছে।
বাদ যায়নি জাপান, কোরিয়া আর চীনও। শ্বেতশুভ্র রঙের জন্যে একে ডাকা হয় “হোয়াইট এগ্রেট অর্কিড” নামে। সহজেই আপনার বাগানে বা বাড়ীতে আপনি এই অর্কিডটির জন্ম দিতে পারেন।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
চা শ্রমিক মা কিভাবে ছেলেকে পড়ালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শুনুন সেই সংগ্রামের গল্প || Eye News
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
নৌযান বানিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন ছোট কিশোর হাকিমুল || Eye News || Moulvibazar || Bout
- কেএফসির মালিকের জীবন কাহিনী
- প্রজাপতি: আশ্চর্য এই প্রাণীর সবার ভাগ্যে মিলন জোটে না!
- মা-শাশুড়িকে হারিয়েও করোনার যুদ্ধে পিছিয়ে যাননি এই চিকিৎসক
- বিশ্বের অদ্ভুত কিছু গাছের ছবি
- সোনার দাম এত কেন : কোন দেশের সোনা ভালো?
- যেখানে এক কাপ চা পুরো একটি পত্রিকার সমান!
- তিন রঙের পদ্মফুলের দেখা মিলবে এই বিলে
- রহস্যময় গ্রামটি লাখো পাখির সুইসাইড স্পট
- ২০২৩ সালে পৃথিবীর শক্তিশালী ১০টি দেশ!
- বায়েজিদ বোস্তামি: মাতৃভক্তির এক অনন্য উদাহরণ