Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৫ ১৪৩১

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২০, ২১ ডিসেম্বর ২০২৩

প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে: হবিগঞ্জে ইসি আনিছুর 

হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে সাংবাদিকদের সামনে ইসি আনিছুর রহমান।

হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে সাংবাদিকদের সামনে ইসি আনিছুর রহমান।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। তিনি বলেছেন, আমরা যথেষ্ট প্রার্থী দেখছি। স্বতন্ত্র প্রার্থী আছেন। অধিকাংশ জায়গায় প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। স্বতন্ত্র প্রার্থীরা শক্তি ও সামর্থ্য রাখেন। আশা করছি, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনন

কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌঁছানোর প্রসঙ্গে আনিছুর রহমান বলেন, ভোটের দিন স্বাভাবিক কেন্দ্রগুলোতে ভোটের আগে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে। আর যেগুলো দুর্গম যেমন- চরাঞ্চল, পার্বত্য অঞ্চল, হাওরবেষ্টিত এলাকা সেখানে রিটার্নিং অফিসার ও তার সহকারী রিটার্নিং অফিসার পুলিশ সুপারের সঙ্গে পরিকল্পনা করে ৩১ ডিসেম্বরের মধ্যে আমাদের কাছে একটা প্ল্যান পাঠাবেন। সেখানে সম্ভাব্য দূরত্ব, সম্ভাব্য সময় এগুলো উল্লেখ করতে হবে। 

তিনি বলেন, পরিকল্পনাগুলো আমাদের কাছে পাঠালে কমিশন এগুলোকে অ্যাপ্রুভ করে দেবে এবং সেগুলোতে যথাযথ নিরাপত্তার মাধ্যমে আগের দিনই পৌঁছে যাবে। যেহেতু আমরা ৩০ তারিখ পর্যন্ত ব্যালট পেপার ছাপাব, তাই এরপর আমরা পাঠানোর ব্যবস্থা করবো। যথাসময়ে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে যাবে। দুশ্চিন্তার কোনো কারণ নেই। 

সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর করা হলে কোথায় অভিযোগ করতে হবে এ প্রশ্নের উত্তরে আনিছুর রহমান বলেন, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে প্রথম জানাতে হবে। পাশাপাশি আমাদেরও (নির্বাচন কমিশন) জানাতে পারেন। আমরা জানলেও তাদের (রিটার্নিং কর্মকর্তা) কাছ থেকে রিপোর্ট নেব। যদি এ রকম কেউ করে আমরা ছাড় দেব না।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়