Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪২, ১০ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ১৬:০১, ১০ ফেব্রুয়ারি ২০২৪

ডেইলি স্টারের নির্বাহী সম্পাদকের বাড়িতে গৃহকর্মীর মৃ ত্যু: মৌলভীবাজারে বিচার চেয়ে মানববন্ধন

মৌলভীবাজার চৌমুহনা চত্ত্বরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে প্রতিবাদী মানববন্ধন।

মৌলভীবাজার চৌমুহনা চত্ত্বরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে প্রতিবাদী মানববন্ধন।

সম্প্রতি রাজধানীতে দেশের শীর্ষ গণমাধ্যম দ্য ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাড়িতে গৃহকর্মী এক কিশোরীর মৃ ত্যু হয়েছে। মারা যাওয়া কিশোরী প্রীতি উরাং- এর বাড়ি মৌলভীবাজারে রহস্যজনক এই মৃ ত্যু র সঠিক তদন্ত ও বিচার চেয়ে মানববন্ধন করেছেন সচেতন নাগরিক সমাজ। 

গত ৬ ফেব্রুয়ারি সকাল আটটার দিকে রাজধানীর মোহাম্মদপুরে শাহজাহান রোডের একটি বহুতল ভবনের নয়তলা থেকে পড়ে মারা যান কিশোরী প্রীতি উরাং। সেই এই ভবনের নয় তলায় ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় কাজ করতেন প্রীতি। 

এই ঘটনা সামনে আসার পর দেশ জুড়ে আলোচনার জন্ম দিয়েছে। পনেরো বছরেরও কম বয়সী প্রীতি উরাংকে দিয়ে শিশুশ্রম আইন লঙ্ঘন করে গৃহকর্মীর কাজ করানোর অভিযোগ উঠেছে ডেইলি স্টার দম্পতির প্রতি। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) মৌলভীবাজারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় মৌলভীবাজার চৌমুহনা চত্ত্বরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে প্রতিবাদী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিজিত দেব এর সঞ্চালনায় মানবন্ধনে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের নাট্যজন আব্দুল মতিন। 

সমাবেশে বক্তব্য রাখেন ডেইলি স্টারের মৌলভীবাজার জেলার সাবেক প্রতিনিধি রজতকান্তি গোস্বামী, লীলা নাগ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক খছরু চৌধুরী, বাসদ মৌলভীবাজার জেলা সদস্য এডভোকেট আবুল হাসান, চা শ্রমিকদের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সমন্বয়ক এস এম শুভ, উরাং ভাষা ও সংস্কৃতি রক্ষা কমিটি সিলেট বিভাগীয় সভাপতি পুরন উরাং, সাংস্কৃতিক কর্মী কয়ছর আহমেদ, কবি পুলক কান্তি ধর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি তপন দেবনাথ। 

মানবন্ধনে প্রীতি উরাংয়ের রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানানো হয়। পাশাপাশি এটি একটি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড কি-না সেটিও খুঁজে দেখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা। 

বক্তারা বলেন, দেশের আইনে শিশু শ্রম নিষিদ্ধ ও অপরাধ উল্লেখ থাকলেও সে আইনের প্রয়োগ যথাযথ নয়। আজ আমরা যে প্রীতি উরাং এর ঢাকার মোহাম্মদপুরের আবাসিক ভবনের নবম তলা থেকে পড়ে অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছি সেই প্রীতিও শিশু গৃহশ্রমিক। দেশের আইনে শিশু শ্রমের বিরুদ্ধে শক্ত কথা থাকলেও ক্ষোভের সাথে জানাতে হচ্ছে এর প্রয়োগ দেখতে পাচ্ছি না। দেশের একটা প্রথিতযশা পত্রিকা ডেইলি স্টারের নির্বাহী সম্পাদকের বাসায় একটা শিশুকে কিভাবে গৃহ শ্রমিক হিসেবে নিযুক্ত করা হলো? সেই নির্বাহী সম্পাদক দম্পতির বাসায় এর আগেও একটা শিশু ৯ তলা থেকে পড়ে আহত হয়। ৯ বছর বয়সী সেই শিশু গৃহকর্মী ফেরদৌসীর মা মামলা করলেও সেই মামলার বিচারও দেশের জনগণ দেখতে পায় নি। যার ফলস্বরূপ মৌলভীবাজার জেলার মির্তিংগা চা বাগানের প্রীতি উরাং কে একইভাবে ৯ তলা থেকে পড়ে মরতে হলো। এলাকার লোকজন বলছে মেয়েটাকে নিচে ফেলে মারা হয়েছে। নিচে পড়ার সময় প্রীতির শরীরে জামা থাকলেও পাজামা ছিলো, স্থানীয়রা ধারণা করেন মেয়েটিকে ধর্ষণ করে নিচে ফেলে দেয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ প্রায়ই আশফাকুল হকের বাসা থেকে মেয়েটির চিৎকার শোনা যেত। আশফাকুল হকের নবম তলার ফ্ল্যাট থেকে পড়ে প্রীতির মৃত্যুতে কুচক্রী মহল আশফাকুল হক দম্পতির কোন যোগসাজশ নেই বলে বিষয়টিকে চালিয়ে দিচ্ছে। আমরা প্রীতি উরাং এর অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠ তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত না হলে এভাবে বারবার রাজপথে দাড়িয়ে আমরা দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ জানিয়ে যাব। আর শিশু প্রীতিকে গৃহশ্রমিক নিয়োগ করায় আশফাকুল হক ও এর সাথে সংশ্লিষ্টদের শাস্তি দাবি জানাচ্ছি।

মৌলভীবাজারের মিরতিংগা চা-বাগানের লোকেশ ওরাং এবং নমিতা ওরাং এর চা সন্তানের মধ্যে প্রীতি ছিলেন সবার ছোট। ছোট মেয়ের এই রহস্যজনক(!) মৃ ত্যু তে মা-বাবা দিশেহারা হয়ে গেছে। পরিবারের অভাব অনটনের কারণে ছোট মেয়েকে ঢাকার মোহাম্মদপুরে সৈয়দ আশফাকুল হকের বাসায় কাজে পাঠিয়েছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক মাস আগে মোহাম্মদপুরের শাহজাহান রোডের ২/৭ নম্বর বাসায় কাজ করতে এসেছিলেন সে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে বাসার জানালা দিয়ে ভবনের নিচে পড়ে যায় কিশোরী। বাড়িটির ৯ তলায় বারান্দার রেলিংয়ের সঙ্গে ঝুলছিল প্রীতির দেহ।

এর আগে ২০২৩ সালেও গৃহকর্মী নির্যাতনের অভিযোগে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছিল ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের নামে। স্থানীয়রা বলছেন, এই বাসায় একই ঘটনা এর আগেও কয়েকবার ঘটেছে। যেকারণে এটি হ ত্যা কা ণ্ড কি-না তা নিয়ে গুঞ্জন ওঠেছে সচেতন মহলে। 

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক ভুইয়া গণমাধ্যমকে বলেছেন, ‘এ ঘটনায় আশফাকুল হক ও তাঁর স্ত্রীসহ কয়েকজনকে থানায় নেওয়া হয়েছে। আশফাকুল হক দাবি করেছেন, তাঁর গৃহকর্মী বাসা থেকে পড়ে গিয়ে মারা গেছেন। তবে আমরা বিষয়টি দেখছি এবং তাঁদের জিজ্ঞাসাবাদ করছি।’ 

এদিকে কিশোরী গৃহকর্মীর মৃত্যুর এ ঘটনায় ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক এবং তার স্ত্রী তানিয়া খন্দকারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশের করা রিমান্ড আবেদন এবং আসামিদের জামিন আবেদন নাকচ করে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাসিবুল হক বুধবার এই আদেশ দেন।

আশফাক ও তার স্ত্রীকে এ মামলায় পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছিল পুলিশ। তা নাকচ করে দিয়ে দুই আসামিকে তিন দিনের মধ্যে কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বিচারক। সৈয়দ আশফাক ও তার স্ত্রীর পক্ষে জামিন শুনানি এবং রিমান্ডের বিরোধিতা করেন আইনজীবী আশরাফ উল আলম।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়