সাহিত্য প্রতিবেদক
প্রয়াত কবি গাজী লতিফ স্মরণে `স্মরণকথন`
কবিতাক্যাফেতে আয়োজন করা হয় `স্মরণকথন` অনুষ্ঠানের।
প্রয়াত কবি ও 'দূর্বা' সম্পাদক গাজী লতিফ স্মরণে বর্তমান সময়ের স্বনামধন্য ছয়টি ছোটোকাগজের আয়োজনে অনুষ্ঠিত হলো 'স্মরণকথন'।
গত শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কবিতাক্যাফেতে আয়োজন করা হয় 'স্মরণকথন' অনুষ্ঠানের। এটি আয়োজন করে মৃদঙ্গ, জলধি, দোআঁশ, স্বনন, কোরাস ও ব্যাটিংজোন নামের ছয়টি ছোটকাগজ।
কবি ও সম্পাদক গাজী লতিফকে নিবেদিত এ স্মরণসন্ধ্যায় সেদিন সকাল থেকেই দেশের বিভিন্ন বিভাগ থেকে একে একে আসতে শুরু করেন আয়োজকবৃন্দ। রাজশাহী থেকে মৃদঙ্গ সম্পাদক কামরুল বাহার আরিফ, সিলেট থেকে ঢাকায় আসেন স্বনন সম্পাদক সুনীল শৈশব, বগুড়া থেকে রওনা দিয়ে মধ্য দুপুর নাগাদ কবিতা ক্যাফেতে পৌঁছান দোআঁশ সম্পাদক ইসলাম রফিক, ব্যাটিংজোন সম্পাদক মাহফুজ রিপন, সঙ্গে ছিলেন জলধি সম্পাদক নাহিদা আশরাফী।
সভাপতি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি আসাদ মান্নান, প্রধান আলোচক ছিলেন কবি ফরিদ আহমেদ দুলাল।
স্মরণসন্ধ্যায় গাজী লতিফের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেছেন কবি ফারুক মাহমুদ, কবি গোলাম কিবরিয়া পিনু , কবি ও গবেষক তপন বাগচি, প্রাবন্ধিক মামুন মোস্তফা, কবি রোকেয়া ইসলাম, কবি গোলাম মোর্শেদ চন্দন, কথাসাহিত্যিক মনি হায়দার, লেখক শারফুদ্দিন আহমেদ, সিলেট থেকে আসা ভাস্কর সম্পাদক পুলিন রায়।
কবিতা পাঠে ছিলেন আবৃত্তিশিল্পী মনিরা মিঠি, কবি মাহমুদ পিন্টু, ও গল্পকার রফিকুজ্জামান রনি, কবি সজীব মোহাম্মদ আরিফ ও কবি হিরণ্য হারুন।
স্মরণ সন্ধ্যায় কবিকে উৎসর্গ করে কবিতা পাঠ হয়। উপস্থিত সকলে কবির সাথে কাটানো হিরন্ময় মূহুর্তকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তার কবিতার বই নিয়ে আলোচনা করা হয়। সবাই প্রস্তাব করেন কবি ও সম্পাদক গাজী লতিফকে নিয়ে একটি স্মারক গ্রন্থ করার। আয়োজকরা এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।
আয়োজনের সভাপতি কবি আসাদ মান্নান ও উপস্থিত সকলেই এই সিদ্ধান্তকে সমর্থন করে যার যার অবস্থানে থেকে যথাসাধ্য সহযোগিতা করার আশ্বাস দেন।
ছোটকাগজের সম্মিলিত এই আয়োজন একটা মাইলফলক হিসেবে কাজ করবে এবং অন্যান্য লিটন ম্যাগাজিন সম্পাদককে উৎসাহিত করবে বলেই বিশ্বাস।
আই নিউজ/এইচএ
- কৃপার শাস্ত্রের অর্থভেদ: বাঙলা ভাষার প্রথম বই
- জীবনানন্দ দাশের কবিতা: বৃক্ষ-পুষ্প-গুল্ম-লতা (শেষ পর্ব)
- জীবনানন্দ দাশের কবিতার পাখিরা
- দুঃখের নাগর কবি হেলাল হাফিজ
- সমরেশ মজুমদার এবং ২টি কবিতা
- সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৯ দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালা
- মাকে নিয়ে লিখা বিখ্যাত পঞ্চকবির কবিতা
- হ্যারিসন রোডের আলো আঁধারি
- পিকলু প্রিয়’র ‘কবিতা যোনি’
- গল্পে গল্পে মহাকাশ
মেজোমামা খুব বোকা