Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:১৩, ২০ সেপ্টেম্বর ২০২২

ফাইনালে বাংলাদেশের কাছে হেরে পদত্যাগ করলেন নেপালি কোচ

নেপাল নারী ফুটবল দলের কোচ কুমার থাপা

নেপাল নারী ফুটবল দলের কোচ কুমার থাপা

নেপাল নারী ফুটবল দলের জন্য গতকালকের দিনটি ছিলো হতাশায় মোড়ানো। ফাইনালের আগেই বাংলাদেশের মেয়েরা যে দাপট দেখিয়ে এসেছে তাতেই যেন ঘাবড়ে গিয়েছিলো নেপালি শিবির।  বদৌলতে বাংলাদেশের কাছে হেরে সাফ শিরোপাই শুধু হাতছাড়া করেনি এই হারের পর পদত্যাগ করতে বাধ্য হয়েছেন নেপাল নারী ফুটবল দলের কোচ। দলকে সাফল্য এনে দিতে ব্যর্থ হওয়াতেই পদ ছাড়ছেন বলে জানিয়েছেন তিনি।

নেপাল নারী ফুটবল দলের কোচ বলেছেন, ‘নেপাল জাতীয় নারী দলের কোচের দায়িত্ব থেকে আমি পদত্যাগ করছি। যদি কেউ সাফল্য না পায়, তার এই পদে থাকা উচিত না।’ খবর গোল নেপালডটকমের।

ফাইনালের আগে বাংলাদেশকে যোগ্য সম্মানই দিয়েছিলেন নেপাল কোচ কুমার থাপা। লাল-সবুজের দলকে নিজেদের চেয়েও সেরা বলে মেনে নিয়েছেন নেপাল কোচ। তারপরও ঘরের মাঠে শিরোপা জিততে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন। তবে স্বাগতিকদের কাঁদিয়ে শেষ হাসি হেসেছেন সাবিনা খাতুনরা।

২০২২ সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ মোট ২৩ গোল করেছে। বিপরীতে গোল হজম করেছে মাত্র ১ টি। অন্যদিকে নেপাল করেছে মোট ১২ গোল। গোল হজম করেছে ৩ টি। ৩টিই নেপাল হজম করেছে আজকের ফাইনালে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়