রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
ফার্নিচার ব্যাবসার আড়ালে মাদক ব্যবসা, আটক ২
মৌলভীবাজারের রাজনগরে দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। রবিবার (২৮ আগস্ট) রাত ১১ টার দিকে সদর ইউনিয়নের ময়নার দোকান এলাকায় আলেয়া ফার্নিচার মার্টে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলো- উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রামের আলী হোসেন (৩৫) ও টেংরা ইউনিয়নের ডেফলউড়া গ্রামের সুমন মিয়া (২৬)। ফার্নিচার ব্যবসার আড়ালে তারা মাদক ব্যবসায় করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, আলী হোসেন ফার্নিচার ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছিলেন। এ কাজে তাকে সহযোগীতা করতেন কর্মচারী সুমন মিয়া। বিভিন্ন মাধ্যমে তাদের মাদক ব্যবসা সম্পর্কিত তথ্য পুলিশের কাছে গেলেও নির্ভরযোগ্য তথ্য না থাকায় পুলিশের ধরাছোঁয়া থেকে নিজেদের আড়াল করে রেখেছিলো তারা।
তাদের কাছে ইয়াবা ট্যাবলেট রয়েছে এমন সুনির্দিষ্ট তথ্য পেয়ে রাজনগর থানার উপ-পরিদর্শক মো. কামাল উদ্দীনসহ একদল পুলিশ রবিবার রাতে ওই প্রতিষ্ঠানে অভিযান চালান। এসময় তাদেরকে তল্লাশি করে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে রাজনগর থানায় মামলা (নং-২৪; তাং২৯/০৮/২২) হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, তারা ফার্নিচার ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছিল এ কথা এলাকার সচেতন মানুষরা জানিয়েছেন। সুনির্দিষ্ট তথ্য পেয়ে রবিবার রাতে তাদেরকে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে তল্লাশি করলে ১৮০ পিস ইয়াবা পাওয়া যায়। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাজনগর থানাকে মাদকমুক্ত রাখতে এরকম অভিযান অব্যাহত থাকবে।
আইনিউজ/মো. ফরহাদ হোসেন/এসকেএস
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?
লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা
সড়কের দু`পাশে ফুটেছে আগুন রাঙ্গা ফুল | নতুন দর্শনীয় স্থান | Beautiful places | Flowers || Eye News
রাস্তায় অবৈধভাবে সিএনজি-কার-মোটরসাইকেল পার্কিং করলেই আইনগত ব্যবস্থা | Moulvibazar | Eye News
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’