Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০২, ১ আগস্ট ২০২২

ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি ঘোষণা

আহ্বায়ক রেজান আহমদ শাহ্ ও যুগ্ম আহ্বায়ক নাঈমুর রহমান নাঈম।

আহ্বায়ক রেজান আহমদ শাহ্ ও যুগ্ম আহ্বায়ক নাঈমুর রহমান নাঈম।

ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

রেজান আহমদ শাহ্-কে আহ্বায়ক করে ও নাঈমুর রহমান নাঈমকে যুগ্ম আহ্বায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে- শেখ মাআদুল হক, মাহমুদুল হাসান চৌধুরী অভি, দেওয়ান ফাহিম, সাইদুল ইসলাম, কাবিলুর রহমান সুহেল, আরাফাত হোসেন জসিম, নাঈম চৌধুরী, আরাফাত রহমান শাহ আবির, রেজাউল রহমান রেজু।

কমিটিতে সদস্য করা হয়েছে- দেবব্রত পাল দ্বীপ, আব্দুস সামাদ রবিন, মো. রুবেল আহমদ, রবিউল ইসলাম হিমু, শরীফ আহমদ, জায়দুল ইসলাম, আশফাক জাকারিয়া, নুরুল ইসলাম রিয়াজ, হোসাইন ইমরান, আবু তালহা মিজান, ওমর ফারুক জেমস, সেহান উদ্দিন সেজু, এম খালেকুজ্জামান রিফাত, আনোয়ারুল আজিম খান, সৌরভ দাশ, উজ্জ্বল দাশ, মোক্তাসীদ খান আবির, দেব্যজ্যোতি দে, সুলতান আহমদ, নাবিদ আহমেদ, মহসিন উদ্দিন মান্না, রাশেদ মামুন, মাসুম আহমদ, রাজু আহমদ, দেওয়ান জনি, লুতিফুর রহমান রুহান, নিয়ামুল হাসান জয়, দ্রুব মজুমদার, শহিদুল আলম তপু ও সরন রহমান প্রমুখ।

আইনিউজ/এসকেএস

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

শিশু কিশোরদের জন্য ফেসবুকের নতুন ‘নিয়ন্ত্রণ’ ফিচার

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন | Tea Stall | Old Woman | Moulvibazar | Eye News

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

শেখ রাসেলকে নিয়ে লেখা কবিতা- `বিশ্বমানব হতেই তবে` ।। তাওফিকা মুজাহিদ ।। আবৃত্তি ।। EYE NEWS

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়