Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

ফয়সাল আহমদ, সিলেট

প্রকাশিত: ১১:৩৭, ৬ মার্চ ২০২৪

ফেঞ্চুগঞ্জে স*ন্ত্রাসী হামলায় সাংবাদিকের ছোট ভাই খু*ন

ঘটনাস্থল পরিদর্শন করেছে ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ থানা পুলিশ। ছবি- আই নিউজ

ঘটনাস্থল পরিদর্শন করেছে ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ থানা পুলিশ। ছবি- আই নিউজ

সিলেটের ফেঞ্চুগঞ্জে সন্ত্রাসী হামলায় জুনেদুল ইসলাম (২৭) নামের এক যুবক খুন হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন নিহতের বড় ভাই সাংবাদিক জাহেদুল ইসলাম।

মঙ্গলবার (০৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের রুকনপুর গ্রামের জামে মসজিদের পাশে এ হামলার ঘটনা ঘটে।

জুনেদুল ও জাহিদুল বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের কলমপুর গ্রামের কনাই মিয়ার ছেলে।

সুত্রে জানা যায়, সাংবাদিক জাহেদুল ইসলামের সাথে দীর্ঘ কয়েক বছর ধরে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে পার্শবার্তী গ্রামের কিছু লোকের সাথে পূর্বের বিরোধ ও আদালতে মামলা চলছিলো। মঙ্গলবার সিলেট আদালতে একটি মামলার হাজিরা দিতে আসার পথে অতর্কিত হামলা সাংবাদিক জাহেদুলের আপন ছোট ভাই জুনেদুল ইসলাম (২৭) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। জাহেদুল ইসলামকে (৩৩) উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জাহেদুল ইসলাম সাপ্তাহিক বৈচিত্র্যময় পত্রিকার সিলেটের বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্বপালন করে আসছেন।

স্থানীয় সূত্র জানায়- জুনেদুল ও জাহেদুলসহ কয়েক জন একটি মামলায় হাজিরা দিতে সিএনজি অটোরিকশাযোগে সিলেট আদালতে আসছিলেন। পথিমধ্যে সকাল সাড়ে ৮টার দিকে ফেঞ্চুগঞ্জের রুকনপুর গ্রামের জামে মসজিদের পাশে তাদের গাড়ি আসামাত্র ১৫-২০ জন দুর্বৃত্ত সন্ত্রাসীরা তাদের গাড়িটি আ

ঘটনাস্থল পরিদর্শন করেছে ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ থানা পুলিশ রয়েছে উধ্বর্তন কর্তৃপক্ষ।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বলেন- অতর্কিত হামলায় জুনেদুল নামের যুবক ঘটনাস্থলেই মারা গেছেন। আহত সাংবাতিব জাহেদুলকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। কাউকে এখনো আটক করা হয়নি। হত্যাকারীদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়