Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:৩৩, ৩ আগস্ট ২০২২
আপডেট: ২১:৩৪, ৩ আগস্ট ২০২২

ফের বাড়লো সোনার দাম

সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম। ভা‌লো মা‌নের সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফ‌লে ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনার দাম বে‌ড়ে দাঁড়াবে ৮২ হাজার ৩৪৮ টাকা। বৃহস্পতিবার থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বুধবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এক সপ্তাহ আগে (২৯ জুলাই) সোনার দাম বাড়িয়েছিল বাজুস। তার দুই দিনে আগেও (২৭ জুলাই কার্যকর) বাড়ানো হয় সোনার দাম। এ নিয়ে আট দিনের মধ্যে তিন বার বাড়ল স্বর্ণের দাম।

নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা ৮২ হাজার ৩৪৮ টাকা। ২১ ক্যারেটের সোনার ভরি ৭৮ হাজার ৬১৫ টাকা। ১৮ ক্যারেটের সোনা ভরিতে ৯৩৩ টাকা বেড়ে হয়েছে ৬৭ হাজার ৪১৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৫২৫ টাকা বেড়ে হয়েছে ৫৫ হাজার ৬৯৬ টাকা।

সোনার দাম বাড়লেও রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়