Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১০ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৪, ১৩ নভেম্বর ২০২৩

বর্ষিজোড়ায় তরুণ হ ত্যা: মৌলভীবাজার সরকারি কলেজে মানববন্ধন

মৌলভীবাজার সরকারি কলেজ গেটে ব্যানার হাতে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি- আই নিউজ

মৌলভীবাজার সরকারি কলেজ গেটে ব্যানার হাতে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি- আই নিউজ

মৌলভীবাজার সরকারি কলেজের ডিগ্রি (পাস) ১ম বর্ষের শিক্ষার্থী রেজাউল করিম নাইমের নৃশংস হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে মিছিল করে কলেজের মুল ফটকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নাইম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল পরবর্তী বিশ্বজিৎ নন্দীর সভাপতিত্বে এবং নুরুল ইসলামের সঞ্চালনায় মৌলভীবাজার সরকারি কলেজের মূল ফটকে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন রাজিব সূত্রধর, শাহরুখ ইসলাম, রেদোয়ান হোসেন সোহান, ওয়াজেদুর রহমান সহ মৌলভীবাজার সরকারি কলেজের অন্যান্য শিক্ষার্থীরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন রেজাউল করিম নাইমের ছোট ভাই রেজওয়ান করিম নাদিম।

মানববন্ধনে উপস্থিত সকলে ডিগ্রি ১ম বর্ষের  রেজাউল করিম নাইমকে নৃশংস হত্যাকারী সকল ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বিচারের দীর্ঘসূত্রিতার ঘুরপাকে যেন নাঈমের হত্যাকারীরা রেহাই না পায় আর যাতে কোন শিক্ষার্থী এরকম নৃশংস হত্যার শিকার না হয় সেই দাবি রাখেন।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়