Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৭:৫০, ১৫ নভেম্বর ২০২৩
আপডেট: ১৭:৫২, ১৫ নভেম্বর ২০২৩

বর্ষিজোড়ায় নাঈম হ ত্যা: শাস্তির দাবিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মানববন্ধন

মাইজপাড়া দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি- আই নিউজ

মাইজপাড়া দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের চাঁদনীঘাট ইউনিয়নের পাহাড় বর্ষিজোড়া গ্রামে রেজাউল করিম নাঈম হ ত্যা র প্রতিবাদে আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে মানববন্ধন করেছেন মৌলভীবাজারের মাইজপাড়া দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীরা। 

বুধবার (১৫ নভেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণ এবং মাদ্রাসার সামনের সড়কে নাঈম হ ত্যা র প্রতিবাদ সম্বলিত ব্যানার নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মাদ্রাসার শিক্ষার্থী নাজমুল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন মাদ্রাসার সাবেক শিক্ষার্থী রেদোয়ান হুসাইন সোহান। 

এতে বক্তব্য রাখেন দ্বীন ইসলাম, ঈসা আহমেদ, মাহফুজ রহমান। 

এসময় প্রতিবাদী মানববন্ধনে সংহতি জানান, মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী বিশ্বজিৎ নন্দী, রাজিব সূত্রধর প্রমূখ। 

মানববন্ধনে বক্তারা আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বলেন, এরকম নৃ শং স হ ত্যা কা ন্ড  যাতে আর না ঘটে সেদিকে প্রশাসনের দৃষ্টি প্রয়োজন। ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে এরকম হ ত্যা কা ণ্ড সমাজে বিরূপ প্রভাব ফেলে। পাশাপাশি এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত না হওয়া এবং বিচার না হওয়ায় অপরাধীরাও ঘটনা ঘটাতে ভয় পান না।  এর জন্য প্রয়োজন আইনের বাস্তবিক শাসন। 

উল্লেখ্য, গত ৭ নভেম্বর) রাতে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পাহাড় বর্ষিজোড়া গ্রামে মৌলভীবাজার সরকারি কলেজের ডিগ্রী প্রথম বর্ষের শিক্ষার্থী রেজাউল করিম নাঈমকে হ ত্যা করেন তাঁর প্রতিবেশী কিছু দুর্বৃত্ত। ফেসবুকে আইডি খোলা ও লেখালেখি নিয়ে ভুল বোঝাবুঝির কারণে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে এলাকাবাসীর সূত্রে জানা গেছে। 

এ ঘটনায় করা মামলায় একজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়