Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০১, ৬ নভেম্বর ২০২৩

বাংলাদেশ বনাম শ্রীলংকা খেলা পরিসংখ্যান

বাংলাদেশ বনাম শ্রীলংকা খেলা শুরুর আগে অনুশীলনে নাজমুল হোসেন শান্ত। ছবি- ক্রিকইনফো

বাংলাদেশ বনাম শ্রীলংকা খেলা শুরুর আগে অনুশীলনে নাজমুল হোসেন শান্ত। ছবি- ক্রিকইনফো

বাংলাদেশ বনাম শ্রীলংকা খেলা শুরু হচ্ছে আজ দুপুর আড়াইটায়। আইসিসি ক্রিকেট বিশ্বকাপের এবারের আসরে চূড়ান্ত ব্যর্থ দুই দল শ্রীলংকা এবং বাংলাদেশ। বিশ্বকাপে এখন আর পাওয়ার কিছু নেই এই দুই দলের। তবু, নিয়মরক্ষার এই ম্যাচও দুই দলের খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ। কেননা, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে সেরা আট দলের দৌড়ে থাকতে আজ দুই দলেরই জয়ের বিকল্প নেই। 

বাংলাদেশ বনাম শ্রীলংকা খেলা এজন্য আজ একটু বাড়তি উন্মাদনা ধরে রাখবে দুই দলের কাছেই। দুই দলই মুখিয়ে আছে জয়ের ধারায় ফেরার। খেলার আগে বাংলাদেশ শ্রীলংকার ওয়ানডের কিছু পরিসংখ্যান দেখে নিতে সহজ হবে আজকের ম্যাচটি সম্পর্কে কিছু অনুমান করতে। 

এখন পর্যন্ত বিশ্বকাপে চারবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলংকা। তিনবার জয় পেয়েছে শ্রীলংকা। ১টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ২০০৩ সালে ১০ উইকেটে, ২০০৭ সালে ১৯৮ রানে এবং ২০১৯ সালে ৯২ রানে জয় পেয়েছিলো শ্রীলংকা। ২০১৫ সালের আসরের ম্যাচটি পরিত্যক্ত হয়েছিলো।

এখন পর্যন্ত বাংলার বনাম শ্রীলংকা ওয়ানডেতে ৫৩বার একে অপরের বিপক্ষে খেলা হয়েছে। জয়ের দিক দিয়ে এগিয়ে লংকানরা। ৪২ ম্যাচে জিতেছে শ্রীলংকা। ৯টিতে জয় আছে বাংলাদেশের। ২টি ম্যাচ পরিত্যক্ত হয় এর মাঝে। সে হিসেবে, লংকানদের থেকে অনেকটাই পিছিয়ে আছে ৭ ম্যাচ খেলে ১ জয় পাওয়া বাংলাদেশ।

এখানে আশার বিষয় হিসেবে দেখা যেতে পারে, চলতি বিশ্বকাপের বাছাইপর্বে শ্রীলংকাকে হারিয়ে শুভ সূচনা করেছিলো বাংলাদেশ। তাই আশা আছে, আজ বিশ্বকাপের মূল পর্বেও শ্রীলংকাকে হারিয়ে জয় তুলে নিতে পারবে বাংলাদেশ। 

গত আগস্টে এশিয়া কাপে সর্বশেষ ওয়ানডে ফরম্যাটে দেখা হয়েছিলো বাংলাদেশ-শ্রীলংকার। এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশকে ৫ উইকেটে এবং সুপার ফোরে ২১ রানে হারিয়েছিলো শ্রীলংকা।

ওয়ানডেতে বাংলাদেশ বনাম শ্রীলংকা খেলা দশ 
২৭-০১-২০১৮: শ্রীলংকা ৭৯ রানে জয়ী, ঢাকা
১৫-০৯-২০১৮: বাংলাদেশ ১৩৭ রানে জয়ী, দুবাই
২৬-০৭-২০১৯: শ্রীলংকা ৯১ রানে জয়ী, কলম্বো
২৮-০৭-২০১৯: শ্রীলংকা ৭ উইকেটে জয়ী, কলম্বো
৩১-০৭-২০১৯: শ্রীলংকা ১২২ রানে জয়ী, কলম্বো
২৩-০৫-২০২১: বাংলাদেশ ৩৩ রানে জয়ী, ঢাকা
২৫-০৫-২০২১: বাংলাদেশ ১০৩ রানে জয়ী, ঢাকা
২৮-০৫-২০২১: শ্রীলংকা ৯৭ রানে জয়ী, ঢাকা
৩১-০৮-২০২৩: শ্রীলংকা ৫ উইকেটে জয়ী, পাল্লেকেলে
০৯-০৯-২০২৩: শ্রীলংকা ২১ রানে জয়ী, কলম্বো

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে টাইগারদের শঙ্কা
বাজে পারফরম্যান্সে চলমান বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন আগেই শেষ। এবার বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা অর্জন নিয়েও জেগেছে সংশয়। ২০২৫ এর শুরুর দিকে পাকিস্তানের মাটিতে যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে, তাতে টাইগাররা খেলতে পারবে কি না সেটাও এখন অনিশ্চিত। 

বিশ্বকাপ শুরুর আগেই আইসিসি প্রতিটি অংশগ্রহণকারী দলকে জানিয়ে দিয়েছিল, বিশ্বকাপের পয়েন্টস টেবিলে প্রথম সাতটি দল এবং স্বাগতিক দেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা অর্জন করবে। এবারের স্বাগতিক দেশ পাকিস্তান যদি প্রথম সাতে থাকে, তাহলে পয়েন্টস টেবিলের আট নম্বর দলটি সেই সুযোগ পেয়ে যাবে। 

বাংলাদেশ এই মুহুর্তে রয়েছে তালিকার নয় নম্বরে। ২০২১ সালেই চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়মকানুন ঢেলে সাজিয়েছে আইসিসি। আর এই ওয়ানডে টুর্নামেন্টটি সে বছর থেকেই অনুষ্ঠিত হচ্ছে নতুন ফরম্যাটে। 

চলমান ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের দুটি ম্যাচ বাকি রয়েছে। শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে বাকি দুটো ম্যাচ জিততে পারলে বাংলাদেশের পক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন সম্ভব। যদিও মেলাতে হবে নানা সমীকরণ।অর্থাৎ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করার জন্য আগামী দুই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। 

এইসব সমীকরণ মাথায় নিয়ে আজ দুপুরে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ বনাম শ্রীলংকা খেলা। যেখানে দুই দল মুখিয়ে থাকবে জয়ের ছন্দে ফেরার জন্য। বাংলাদেশ এবং শ্রীলংকা দুই দলের জন্যই চলতি বিশ্বকাপ এক অভিশাপের অভিজ্ঞতা হয়ে আছে এখন পর্যন্ত। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়