Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:১৬, ১১ ফেব্রুয়ারি ২০২৪

বাংলাদেশি ৩টি পণ্যের জিআই প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর 

তিন পণ্যের সনদ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও শিল্প সচিব।

তিন পণ্যের সনদ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও শিল্প সচিব।

গোপালগঞ্জের রসগোল্লাসহ তিনটি বাংলাদেশি পণ্যের জিআই সার্টিফিকেট ও টাঙ্গাইলের শাড়ি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদফতর। গোপালগঞ্জের রসগোল্লা ছাড়া অন্য দুইটি পণ্য হচ্ছে টাঙ্গাইল শাড়ি এবং নরসিংদীর অমৃত সাগর কলা। 

আজ রোববার (১১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের সভার শুরুতে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া এই তিন পণ্যের সনদ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও শিল্প সচিব জাকিয়া সুলতানা।

পরে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেজ ওসমানের কবিতার বই ‘পিতারই প্রতিচ্ছবি’ বইটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়