আই নিউজ প্রতিবেদক
বাংলাদেশে মানুষের গড় আয় ৭৬১৪ টাকা
বাংলাদেশে মানুষের গড় আয় ৭৬১৪ টাকা
বাংলাদেশের মানুষের গড় আয়ের তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয় ও ব্যয় জরিপে। জরিপে বলা হয়েছে বাংলাদেশে মানুষের গড় আয় ৭৬১৪ টাকা। ২০১৬ সালে যা ছিল ৩৯৪০ টাকা। ছয় বছরের ব্যবধানে এই আয় প্রায় দ্বিগুণ হয়েছে বলে জরিপে তোলে ধরা হয়েছে।
রোববার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয় ও ব্যয় জরিপ ২০২২ সালের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। এর আগে গত এপ্রিল মাসে জরিপের প্রাথমিক তথ্য প্রকাশ করা হয়েছিল।
বিবিএসের প্রতিবেদনে যে চিত্র উঠে এসেছে সেখানে, গ্রামের মানুষের চেয়ে শহরের মানুষের আয় অনেক বেশি দেখা গেছে। শহরের একজন মানুষের মাসিক গড় আয় যেখানে ১০ হাজার ৯৫১ টাকা সেখানে একজন গ্রামের মানুষের আয় তাঁর অর্ধেকের চেয়ে একটু বেশি (৬ হাজার ৯১ টাকা)।
সাধারণত দেখা যায় একটি পরিবারের সবাই উপার্জনক্ষম নন। একজন উপার্জন করেন, বাকিরা খরচ করেন। আবার অনেকে সঙ্গত কারণে কোনো কাজকর্ম করতে পারেন না। যেমন বৃদ্ধ, শিশু, পক্ষঘাতগ্রস্থ মানুষ। তবে একটি পরিবারে আবার একাধিক উপার্জনক্ষম ব্যক্তিও থাকতে পারেন। এসব উপার্জনকারীদের গড় আয়ের হিসাবও উঠে এসেছে বিবিএসের প্রতিবেদনে। প্রতিবেদনে উঠে এসেছে, এসব উপার্জনকারীদের এখন মাসিক গড় আয় ২৫ হাজার টাকা। যা ছয় বছর আগে ছিল ১৩ হাজার ৬৪৬ টাকা।
বিবিএসের এই প্রতিবেদন আরও জানায়, বাংলাদেশে একটি পরিবারের গড় সদস্যসংখ্যা ৪ দশমিক ২৬। ওই পরিবারের মাসিক আয় ৩২ হাজার ৪২২ টাকা। খাবারের পেছনে প্রতিটি পরিবার প্রতি মাসে খরচ করেন ১৪ হাজার ৩ টাকা।
বিবিএসের উপপরিচালক এবং খানা আয় ও ব্যয় জরিপ প্রকল্পের পরিচালক মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেছেন, প্রাথমিক প্রতিবেদনে যে ফলাফল এসেছিল মূল প্রতিবেদনেও তাই এসেছে। চূড়ান্ত প্রতিবেদনে একটু বিস্তারিত বলা হয়েছে। গত ছয় বছরে দেশের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হওয়ায় আয়-ব্যয়ে পরিবর্তন এসেছে।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের