Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০০, ১৫ আগস্ট ২০২২
আপডেট: ১৭:১৪, ১৫ আগস্ট ২০২২

বাইসাইকেল চালিয়ে সেঞ্চুরী করলো মৌলভীবাজারের সুপ্রিয়

সুপ্রিয় পাল।

সুপ্রিয় পাল।

একদম সাধারণ নন গিয়ার বাইসাইকেল, তা দিয়েই দশ হাজার কিলোমিটার পথ পাড়ি! মানে ১০০ কিলোমিটার চালানোর সেঞ্চুরি করলেন মৌলভীবাজারের ২৩ বছর বয়সী এক টগবগে তরুণ সুপ্রিয় পাল।

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাও ইউনিয়নের কামালপুর গ্রামের নির্মল কান্তি পাল ও শিপ্রা রানী পালের একমাত্র ছেলে।

পঞ্চম শ্রেণীতে পড়াকালীন সময় থেকেই বাইসাইকেলের প্রতি ঝোক।তাদের এলাকার ৬৫ বছর বয়সী এক প্রবীন ব্যক্তি প্রায়ই বাইসাইকেল নিয়ে প্রায় ৭৫ কিলোমিটার দূরে সিলেট শহরে চলে যেতেন। তার গল্প শুনেই শত কিলোমিটার পথ বাইসাইকেলে পাড়ি দেওয়ার স্বপ্ন দেখেন তিনি। তাও আবার একদম সাধারণ মানের নন গিয়ার বাইসাইকেল দিয়েই স্বপ্ন পূরণে নামেন তিনি।

২০২১ সালের ১৩ই মার্চ বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাতে গিয়ে প্রথম ১০০ কিলোমিটার বাইসাইকেল রাইড সম্পন্ন করেন তিনি।এরপরে আর থেমে থাকেনি তার বাইসাইকেলের প্যাডেল। গত ১২ই আগষ্ট সিলেট থেকে তামাবিল যাওয়া আসা করে সম্পন্ন করেন তার বাইসাইকেলে চেপে ১০০ কিলোমিটারের ১০০তম রাইড।

অসাধ্য কে সাধন করা সদা হাস্যোজ্জ্বল সুপ্রিয় পালের সাথে আলাপকালে সে জানায় সেঞ্চুরি কিলোমিটারের সেঞ্চুরি রাইডের স্বপ্ন পূরণ হয়েছে,আগামীতে বাইসাইকেলে চেপে ৬৪ জেলা ঘুরে দেখার স্বপ্ন তার, সে জন্য প্রয়োজন একটি ভালো বাইসাইকেল। আর্থিক অবস্থার জন্য ভালো বাইসাইকেল কেনা সম্ভব হচ্ছেনা।তবে সে থেমে থাকবে না,স্বপ্ন আর জেদ কে বাস্তবে রূপ দিবেই।

আইনিউজ/এসকেএস

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

মৌলভীবাজারে জাতির পিতার পদচিহ্ন নিয়ে ‘খুঁজে ফিরি পিতার পদচিহ্ন’

শেখ রাসেলকে নিয়ে লেখা কবিতা- `বিশ্বমানব হতেই তবে` ।। তাওফিকা মুজাহিদ ।। আবৃত্তি ।। EYE NEWS

নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?

ইসলাম ও কুরআনের আলোকে মাতৃভাষা বাংলার গুরুত্ব

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়