Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

বাড়িতে খেজুরের রস খেয়ে মারা গেল শিশু তহুরা 

নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মা রা যাওয়া ছোট্ট তহুরা। ছবি- আই নিউজ

নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মা রা যাওয়া ছোট্ট তহুরা। ছবি- আই নিউজ

নিপাহ ভাইরাস কেড়ে নিলো বরিশালের বানারীপাড়ার তিন বছরের ফুটফুটে নিষ্পাপ শিশু তহুরার প্রাণ। প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে রোববার ( ১৮ ফেব্রুয়ারী) বেলা পৌনে ১২টার দিকে জীবন প্রদীপ নিভে যায় তহুরার। এ যেন ফুল প্রস্ফুটিত হওয়ার আগেই অঙ্কুরে ঝড়ে পড়ার মত। 

নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া তহুরা বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের আহম্মদাবাদ বেতাল গ্রামের এক সময়ের ইতালী প্রবাসী ও বর্তমানে ব্যবসায়ী ইমাম হোসেন সান্টুর  মেয়ে। 

তহুরার বড় চাচা এম এ সালেক হাওলাদার জানান, ভাতিজি তহুরা বাড়িতে কাঁচা খেজুরের রস খাওয়ার সপ্তাহ খানেক পরে অসুস্থ হয়ে পড়ে । এক মাস আগে প্রথম দিন তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দ্বিতীয় দিন বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় মহাখালীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি  করা হয়। সেখানে ৮ দিন চিকিৎসার পরে সংকটাপন্ন অবস্থায় ঢাকার শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়। শিশু হাসপাতালে ২০ দিন পিআইসিউতে চিৎিসাধিন থাকা অবস্থায় রোববার (১৮ ফেব্রুয়ারী ) বেলা পৌণে ১২টার দিকে তহুরা মারা যায়। 

তহুরার চাচা জামাল রেজা জানান, তহুরা প্রথমে ঢাকায় আয়শা মেমোরিয়াল হাসপাতালে ও পরে শিশু হাসপাতালে শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম. মনির হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধিন ছিল। চিকিৎসক তাদের জানিয়েছেন তহুরা নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিল। 

এদিকে ফুলের মত ফুটফুটে নিষ্পাপ শিশু তহুরার অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে বইছে শোকের মাতম। বাবা-মা,ভাই-বোন ও স্বজনদের বুক ফাটা আর্তনাদ-আহাজারিতে হাসপাতাল ও বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে। 

রোববার বাদ এশা উপজেলার আহম্মদাবাদ বেতাল গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চোখের জলে তহুরাকে চির নিন্দ্রায় শায়িত করা হবে। 

প্রসঙ্গত, বানারীপাড়ায় নিপাহ ভাইরাসে শিশু তহুরারই প্রথম মৃত্যুর ঘটনা ঘটলো।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়