Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:১৮, ২ আগস্ট ২০২২

বিএনপিকে সঙ্গে রাখলেও তাদের হাতে ক্ষমতা দেওয়া যাবে না: নুর

জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মতবিনিময় সভা।

জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মতবিনিময় সভা।

সরকার বিরোধী ঐক্য গঠনে বিএনপিকে সঙ্গে রাখতে চাইলেও দলটির হাতে ক্ষমতা ছাড়তে রাজি নন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। তিনি বলেছেন, ‘সরকারকে ক্ষমতা থেকে নামাতে যে ঐক্য গড়তে তুলতে চাই, সেই ঐক্যে নির্যাতিত দল হিসেবে বিএনপিকে সঙ্গে রাখতে পারি, কিন্তু তাদের হাতে ক্ষমতা ছাড়া যাবে না।’

মঙ্গলবার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রস্তাব’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করে গণসংহতি আন্দোলন।

 নুরুল হক নুর বলেন, ‘আমরা গত ৩৪ বছরে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলকেই ক্ষমতায় দেখেছি। তাদের চরিত্র একই। এই দুই দল ক্ষমতায় থাকলে জনগণের কিছুই হবে না। তৃতীয় কোনও শক্তিকে আমাদের ক্ষমতায় আনতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপি ১৯৯৬ সালে এককভাবে ক্ষমতায় থাকতে চাইলেও তারা জনগণের দাবির প্রতি সম্মান দেখিয়েছে। তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। কিন্তু আওয়ামী লীগ সবাইকে ছাড়িয়ে গেছে। বর্তমান সরকারের যিনি ক্ষমতায় আছেন, যিনি বঙ্গবন্ধুর কন্যা, যাকে মানুষ সম্মান দেয়, কিন্তু তিনি যেভাবে জনগণ ও বিরোধী দলের প্রতি অসম্মান দেখিয়েছেন, এতে আমরা লজ্জিত।’

সবাইকে ‘গণ ঐক্য’ গড়ার আহ্বান জানিয়ে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া নুর বলেন, ‘যাদের সঙ্গে রাজপথে ঐক্য সম্ভব, তাদের সঙ্গে রাজপথে। যাদের সঙ্গে টেবিলে সম্ভব, তাদের সাথে টেবিলে।’

সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ।

আইনিউজ/এসডি

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

রাস্তায় অবৈধভাবে সিএনজি-কার-মোটরসাইকেল পার্কিং করলেই আইনগত ব্যবস্থা | Moulvibazar | Eye News

বাংলাদেশের সাংস্কৃতি উৎসবে মুগ্ধ বিদেশিনী | Monipuri Ras Festival | Banagladeshi Culture | Eye News

সড়কের দু`পাশে ফুটেছে আগুন রাঙ্গা ফুল | নতুন দর্শনীয় স্থান | Beautiful places | Flowers || Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়