Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৭, ৬ নভেম্বর ২০২৩

বিএনপির অবরোধের প্রতিবাদে শাবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল 

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে শাবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ছবি- আই নিউজ

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে শাবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ছবি- আই নিউজ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন দেয়ার দাবিতে বিএনপি, জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ। এই অংশটি ইংরেজি বিভাগ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান সীমান্তের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। 

রোববার (৫ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল থেকে মিছিল বের করে প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্যে ছাত্রলীগ নেতা সীমান্ত বলেন, দেশ এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানেল, স্যাটেলাইট ও মেট্রোরেলের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। আর এসব উন্নয়ন সহ্য করতে পারছেনা দেশ বিরোধী চক্রান্তকারীরা। তারা বিদেশী প্রেসক্রিপশন নিয়ে দেশে নৈরাজ্য চালাচ্ছে। দেশের মানুষ এই হরতাল, অবরোধকে মানে না। তারা আবারো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়