Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৭, ২৬ অক্টোবর ২০২৩

আজ বিকেল থেকে ৬৪ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা

ফাইল ছবি

ফাইল ছবি

বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে পরবর্তী ৬৪ ঘণ্টা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আগামী রোববার সকাল ৯টায় পুনরায় এনআইডি সেবা চালু হবে।

বুধবার (২৫ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) সিস্টেম অ্যানালিস্ট মামুনুর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামুনুর হোসেন জানান, সার্ভার কক্ষ স্থানান্তরের কাজ চলাকালীন ২৬ অক্টোবর বিকেল ৫টা থেকে ২৮ অক্টোবর রাত পর্যন্ত সার্ভার, নেটওয়ার্কিং ডিভাইস, স্টোরেজসহ সব ইকুইপমেন্ট মূলকক্ষে স্থানান্তর করার জন্য সার্ভার/নেটওয়ার্ক সংক্রান্ত সব সার্ভিস বন্ধ থাকবে। 

২৯ অক্টোবর সকাল ৯টায় যথারীতি সার্ভিসসমূহ পুনরায় চালু হবে। অর্থাৎ ৬৪ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা।

১ নভেম্বর থেকে বন্ধ থাকবে স্মার্টকার্ড বিতরণ 
এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ১ নভেম্বর থেকে স্মার্টকার্ড (এনআইডি) বিতরণ বন্ধ রাখবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন শেষে আবার তা চালু হবে। সম্প্রতি এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে ইসি সূত্র জানিয়েছে। এরই মধ্যে এনআইডি অনুবিভাগকে সিদ্ধান্তটি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম।

নির্দেশনায় বলা হয়, মাঠ পর্যায়ে চলমান স্মার্ট এনআইডি বিতরণ কার্যক্রম আগামী ৩০ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। ১ নভেম্বর থেকে জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়া পর্যন্ত স্মার্ট এনআইডি বিতরণ কার্যক্রম স্থগিত থাকবে। বিষয়টি মাঠ পর্যায়ে জানানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, নভেম্বরে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে হবে ভোটগ্রহণ। এরপর স্মার্ট এনআইডি বিতরণ ফের চালু হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়