Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৫ ১৪৩১

স্পোর্টস ডেস্ক, আইনিউজ

প্রকাশিত: ১৭:২৭, ১৪ আগস্ট ২০২২

বিতর্ক শেষে দলপতি হয়েই মাঠে ফিরলেন সাকিব

দীর্ঘদিন পরে মাঠে সাকিব আল হাসান

দীর্ঘদিন পরে মাঠে সাকিব আল হাসান

জুলাইর সাত তারিখ শেষবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে মাঠে দেখা গিয়েছিলো সাকিব আল হাসানকে। এরপর থেকেই ছিলেন দীর্ঘ ছুটিতে। তবে সাকিব খেলা থেকে ছুটিতে থাকলেও বিতর্কে ঠিকি আলোচনায় ছিলেন এ কয়দিন। অবশেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে এবার প্র্যাকটিসে নেমে গেছেন মাঠেও।

শনিবার (১৩ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় শ্বাসরুদ্ধকর এক বৈঠক করেছেন। সে বৈঠকের জানানো হয় টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক সাকিব আল হাসান। দলপতির দায়িত্ব পালনের তাগিদের সাকিব আজ মাঠে নেমে পরলেন কিনা তা বুঝা যাবে খেলার মাঠে।

এর মধ্যে সাকিবের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পাওয়া নিয়ে গুঞ্জনও ছড়াচ্ছিল। কিন্তু বেটিং ওয়েবসাইটের সহযোগি প্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি করে নিজেই সমস্যা তৈরি করেছিলেন। পরে জলঘোলা হয়েছে বহু। বিসিবির কঠোরতায় শেষ পর্যন্ত চুক্তি থেকে সরে এসেছেন সাকিব। বিতর্কিত চুক্তির কারণে অধিনায়কত্ব পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত সাকিবকেই দীর্ঘমেয়াদী নেতা হিসেবে বেছে নেয় বিসিবি। নেতৃত্ব পাওয়ার পরের দিনই নিজেকে প্রস্তুত করতে মাঠে নেমে পরলেন সাকিব।

আজ রোববার (১৪ আগস্ট) সকাল সকাল মিরপুরের একাডেমিক মাঠে আসেন সাকিব। এক মাসের বেশি সময় পর মাঠে নেমে প্রথম দিনটা জিম-রানিং করেই কাটিয়েছেন। অনুশীলন করেছেন দুই ঘণ্টারও বেশি সময়।

রানিং করার সময় দূর থেকে দেখেই বুঝা গেল অনেকদিন বাইরের বাইরে থাকার কারণে শরীর ভারি হয়ে গেছে সাকিবের। অল্প দৌড়াতেই ক্লান্ত হয়ে পরছিলেন। ধীরে ধীরে ব্যাটিং-বোলিং শুরু করার কথা তার।

সামনেই এশিয়া কাপ, ফলে আর ছুটি কাটানোর সুযোগও নেই। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামী ২৭ আগস্ট শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। সাকিব আল হাসানের বাংলাদেশের প্রথম খেলা ৩০ আগস্ট, প্রতিপক্ষ আফগানিস্তান।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়